![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তোমার ছিল বাড়ানো হাত
না চাইতেই ছুঁতে বললে আকাশ;
ভেবেছিলাম মিথ্যে হয়ত নয়
উড়ে উড়েই ধরণীপাত,
বললে তুমি 'কথার কথা এমন কথা
কতই দেয়া হয়।'
তবু আমি ছুঁব বলে হাত বাড়িয়েই আছি,
রাজ্য জুড়ে নানান কাছে ব্যাস্ত তুমি
সন্ধ্যে হলো ফিরলে ঘরে
বাতায়নে ছড়িয়ে দিয়ে কেশ
বললে তুমি 'রাত্র হল, ফিরবে ঘরে?
অপেক্ষায়? কেন তুমি জ্বালাও এত?
বড্ড মিছেমিছি!'
তোমার সখের রাত্র জাগা, যুগল জীবন
অথবা তোমার গোপন সুখের গভীর প্রণয়-যৌনতা ,
সঙ্গী আমার বিষাদ ব্যাকুল তপ্ত দুপুর
কিংবা ধর গহীন রাতের কান্না মাখা
শিশির ভাঙা মৌনতা।
২০শে নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
মোহাম্মদ বাসার বলেছেন: এদেশে ব্যভিচার নেই। ব্যাভিচার আছে আপনার মনে যে দুই টাকায় বিক্রি হয়। কিছু টাকার জন্য তারেক জিয়াকে বলে সময়ের শ্রেষ্ট রাষ্ট্র নায়ক, খালেদা যে অসংখ্য মানুষ পুড়িয়েছে তাকে বলে দেশ জননী! সজীব ওয়াজেদ জয়কে বলে দেশ কান্ডারী। আর পত্রিকা অফিসে যেয়ে দুই হাত এক করে বসে থেকে সম্পাদককে বলে ভাই আপনার মত গুনীজন আর দেখিনি। কবিতায় ব্যভিচারের মানে কি? আপনি আমাকে ব্যভিভারে অভ্যস্ত বললে অকাল প্রয়াত বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি রুদ্রকে কি বলবেন?
কুয়োর ব্যাঙ উড়োজাহাজ কিভাবে চলে সে চিন্তা না করাই ভাল।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
জনাব বাশার,
গত কয়েক দিনে আপনার সাথে আমার ব্লগিং বৈরিতার জন্য আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। আপনার এই কবিতাটি থেকেই মূলত সমস্যার শুরু হয়েছিল।
জনাব বাশার, আমি নিরপেক্ষ ভাবেই জানাচ্ছি যে কবিতাটি অত্যন্ত হৃদয়গ্রাহী ও রোমান্টিক। তবে কবিতায় যৌনতা শব্দটি আমার কাছে একটু বেমানান লেগেছিল। আপনার কবিতায় ভুল ধরা বা সংশোধন করার কোন যোগ্যতাই আমার নেই। হয়ত এভাবে বলাটা আমার ভুল ছিল।
আমি দুঃখিত এই কারনে যে কবিতায় যৌনতার শব্দটির প্রয়োগ দেখে আপনাকে হয়ত আহত করেছি। বাংলা কবিতায় আপনার আগ্রহ নিশ্চয় প্রবল। আশা করি আমাদের ভুলবোঝা বোঝির অবসান হবে। আমরা দুজনেই কবিতা লেখি। তাই কবিতায় রাগারাগি আমাদের উচিত নয়।আমি আবার ও বলছি আপনার সাথে এই ব্যবহারের জন্য আমি দুঃখিত।
আর এখানে প্রায় সবাই এভাবে ছদ্মনামেই লেখেন। তাই দয়া করে নিক নিয়ে আপনার কোন আপত্তি থাকবেনা।
ভাল থাকুন। আপনার জন্য শুভকামনা।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
আর আপনার ফেসবুক কমেন্টটি যে পেজ থেকে পাওয়া আমি সে পেজের অ্যাডমিন নই। আপনার ফেসবুক একাউন্ট দিয়ে সার্চ দিলেই এই মেসেজ লিংক ও আরো কিছু লিনক আসে। এটি সেখান থেকেই পাওয়া।
জনাব বাশার আপনি একজন সন্মানিত ব্যক্তি, কবিতায় কে ছোট কে বড় সেটা বোঝার উপায় নেই। আপনাকে আমি যা বলেছি সেটা হয়ত ভুল ছিল। কিন্তু আপনি যেভাবে পোষ্ট দিয়ে আক্রমণ করেছেন সেটাও মোটেই কাম্য ছিল না। আশা করি, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারব।
আমার ব্লগে গেলে দেখবেন আমাকে অনেকেই অনেক কথা বলেছে। অনেকেই বলেছে আমার কবিতা নাকি বাংলা কবিতার ধারাকে নষ্ট করছে। শুরুর দিকে তাই হয়েছে। আমি লেখে গেছি। ব্লগিং মিথস্ক্রিয়া বাড়লে আমি কিছুটা উন্নতি করতে পেরেছি বলে মনে হয়।
হয়ত আপনার সাথে আমার ব্লগিং মিথস্ক্রিয়ায় আরো সচেতন হওয়া উচিত ছিল। আমি সে জন্য দুঃখিত! আশা করি আপনি নিজ গুনে বিষয়টি বিবেচনা করবেন। ব্লগের সুস্থ পরিবেশে ব্লগিং নিশ্চিত করার জন্য আমাদের উচিত কবিতা লেখা চালিয়ে যাওয়া ও কবিতাদির উন্নত মান নিয়ে কাজ করা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
লন্ডনের ব্যভিচার কি দেশেও ছড়িয়ে দেবেন নাকি?