![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তুমি দরজা খুলেই দেখবে আমি,
বিষণ্ণ প্রেমিক দরজায় দাঁড়িয়ে।
তুমি অপলকে তাকিয়ে থাকবে
শুধু হাতে ধরা একটি বেলী ফুলের মালার দিকে।
হয়ত তুমি জেনে গিয়েছিলে
শুধু এইটুকু বেলীর জন্য
আমি আজ সমস্ত দূপুর থেকে সন্ধ্যা পর্যন্ত
রমনার এ বকুলতলা থেকে সে বকুলতলা হেঁটে হেঁটে
এই মালাটি গেঁথেছিলাম।
কিন্তু ঘরের কাছে সাজানো দোকান থেকে
তোমার জন্য একগুচ্ছ গোলাপ আনতে পারিনি।
অথচ গোলাপ তুমি কত ভালবাসতে!
২৬শে নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।