![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
একটি 'আদর্শ পৃথিবী'
বিসর্জনের আগে ফুলে ফুলে
ভরে ওঠে দেবীর পদতল,
ঠাকুর বোঝেনা কুমারের মন
কতটুকু নিষ্ঠায় পানি ও মাটি হয়ে ওঠে
কুমারী প্রতিমা।
কৃপাণ হাতে যে যোদ্ধা ফিরে যায় আপন ব্যারাকে
সেও বলে জনসন্মূখে, মিছিলে বক্তৃতায়
বিশ্ব শান্তি ও শ্রেণীহীন সমাজের কথা।
সম্ভোগ শেষে যে পুরুষ ফিরে যায় ঘরে
প্রিয় পত্নীর বাহুডোরে সেও শোনায় স্বপ্নের কথা।
অভিসার অভিপ্রায়ে যে নারী গিয়েছে গোপন আঁধারে
স্খলন শেষে সেও ফিরে আসে আপন ঘরে।
অতঃপর কোন এক বিকেলে 'নারীর অধিকার' নামক সেমিনারে
হল ভর্তি মানুষের সমাবেসে
ডায়াসে দাঁড়িয়ে মান্যবর সেই স্খলিত পুরুষ ও রমণীর মধ্যে
অনেকেই বলে ওঠেন
একটি মানবিক, অহিংস সমাজ কতবেশী অপরিহার্য্য
একটি আদর্শ পৃথিবীর জন্য;
আর জোড় করতালিতে মুখরিত হলরুমে
ঐশ্বরিক আলোতে উদ্ভাসিত হয়
দন্ডায়মান প্রত্যেকটি মানুষের পান্ডুর মুখ।
২৯শে নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.