নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অশ্রুত পঙতির গান

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬


এক

একা একা লাগেনা ভাল
বিষণ্ণতার তানপুরাতে
সুর তুলেছি তোমার,
তিমির রাতে তাঁরাগুলো
জোনাক ভেবে ভুল করেছি
তোমার মুখের আলোর কাছে
তুচ্ছ এসব আমার।


দুই

হাত বাড়ালেই
যায় কি ছোঁয়া আকাশ?
তবু আমি আকাশ ভেবেই
তোমার দিকে বাড়িয়ে রাখি হাত,
তুমিও দেখি আমার মত
আকাশ নীলে মাখামাখি
হৃদয়খানি ছুঁয়েছে রঙে
বিষাদ মাখা দুইটি ভূবন
অবুঝ ধারাপাত।


তিন

বিশটি বছর ক্যামনে কেটে গেল?
যেমন ছিল তেমনি আছে
সেই যে দেখা চাঁদের হাসি
টোল পড়া গাল, ভ্রমর কালো তিল,
বদলে গেছে মনের বাগান
হৃদয় ফুলে ভুল ভ্রমরে
বাড়ায় অসুখ নীল।


চার

চোখকি বোঝে চোখের ভাষা?
তবু তোমার চোখের দিকেই তাকাই,
হৃদয় পোড়ে অষ্ট প্রহর
দগ্ধতা ছোঁয় অচিন দ্রোহ
তবু তোমার মাঝেই
আমায় খুঁজে বেড়াই।


১লা ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা গুলো অত্যন্ত হৃদয়গ্রাহী! ভাল লেখেছেন। তিন নং কবিতায় নিজের নিকনেম দেখছি। হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.