নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

নীলা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০


আমি ভালবাসি তোমাকে,
তুমিও হয়ত বাস;
কিন্তু বোঝাটাই অবুঝ রয়ে গেল,
একটু বোঝানোর জন্য হয়ত তুমি কাছে আসবে
এরকম ভেবে অপেক্ষার সময় কিছুটা বাড়িয়ে দিতেই,
তুমি আকাশের গায়ে মিশে হয়ে গেলে নীল।

সেই থেকে আমি আকাশ আর সমুদ্র ভালবাসি,
কেননা সেই থেকেই তুমিহীন জীবনে
আমি নীল চাষীর নীল কষ্টে
বুকের ভিতরে দু'টি নীল রঙের পাথর পুষে আসছি,
তার একটি আমার ক্ষয়ে যাওয়া নীলচে হৃদয়
আর তার আরেকটি সুখের নীলে দুর্লভ নীলা হয়ে ওঠা তোমার!

আর তুমিত জানোই সব পাথরই নীল নয়
আর সব নীলাই দুর্লভ নয়;
তবুও আমি দুর্লভ জেনেই
নীলা খোঁজার জন্য সাগর সাঁতরাতে চেয়েছি।

৪ঠা ডিসেম্বর ২০১৫

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

ধ্রুবক আলো বলেছেন: বাহ! সুন্দর লেখনি.,, ভালো লাগলো
শুভ কামনা রইলো

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। শ্রদ্ধা অনন্ত।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: সুন্দর।
++++

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার প্রশংসায় প্রীত বোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.