নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যঃ

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২২

১।
ওখানে কেউ নেই

ওখানে কেউ নেই
ঘরের মাঝে শূন্য দেয়ালে যে তুমি
সে তোমারই ছায়া,
তুমিও কোথাও নেই।
দূরে-- বহু দূরে-- আকাশের গায়ে;
তুমি ভেসে আছ
জ্যোৎস্নায়-- জ্যোৎস্নায় --!!


২।
দহন

কামনার শিখা জ্বলছে,
মনের জানালায় পর্দাগুলো পুড়ছে;
তোমার মাঝের মৃত্যুদহন
আগ বাড়ায়ে ডাকছে।
তুমি চাইলেই ভস্ম হতে পারি,
তুমি চাইলেই এক জীবনে
হাজার বার মৃত্যু ছুঁতে পারি,
মৃত্যু ছুঁতে পারি।

৫ই ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৯

এম এ কাশেম বলেছেন: তুমি চাইলেই এক জীবনে
হাজার বার মৃত্যু ছুঁতে পারি,
মৃত্যু ছুঁতে পারি।

মৃত্যু ছুঁতে নেই,
ছু'য়ে দেখ প্রেম .............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.