![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নিপুণ হাতে যে কুমার প্রতিমা বানিয়েছিল
সে ছিল বহুমূত্র রোগী,
'পেনাম মা শক্তির রক্ষক, আমাকে শক্তির দক্ষিণা দাও
শতলিঙ্গে বীর্যধারী হতে'
বলে বলে যে ঠাকুর তার কপালের শ্বেত তিলক
শক্ত সানে ঠুকে ঠুকে প্রায় নিঃশেষিত করে ফেলেছিল
ঈশ্বর তাকে দিয়েছিলেন তার একান্ত অনুচর
নিতেন পালোয়ানের মত অবিকল দুই সুদর্শন সুপুত্র।
ঈশ্বর ঠাকুর ও কুমারের মাথায়
সন্তর্পনে হস্ত বুলাতে বুলাতে অদৃশ্য হয়ে যান;
নিতেন পালোয়ান তার ঘরের মধ্যে আয়নার প্রতিবিম্বে
ঈশ্বরকে দেখে চমকে ওঠেন।
অতঃপর বয়োবৃদ্ধ নিতেন দেখেন আয়নায় তার প্রতিবিম্বের মত
এক একটি শিশু ঈশ্বর
কোননা কোন ঠাকুরের দ্বারা প্রতিপালিত হয়ে
একজন পরিপূর্ণ ঈশ্বর হয়ে ওঠেন।
১৩ই ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.