![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
হঠাৎ মেঘের জল
আলতো স্পর্শ-ছোঁয়ায়
বুকে তার রেখে গেল নূপুরের সুর,
হঠাৎ রোদেলা আকাশ ভুলে যেয়ে সব পথ
তার ঠোঁটে হয়ে আছে বিজন দূপুর।
এক জোড়া চোখ তার
দেখেনি আকাশ চেয়ে কখনো দু'জনা,
একজোড়া হাত তার
কখনো উঠেনি কেঁপে
অনামিকার স্পর্শ সুখ কিংবা হৃদয় পোড়নে!
তবু তার চোখে আজ
সব রঙ মেখে আছে শরৎ আকাশ;
তবু তার হাতে আজ
পৃথিবীর সব ফুল তুলে দিয়ে
নিঃস্ব হয়েছে এক অচীন যুবক।
অতঃপর নিঃস্বতার পূর্ণতায়
পৃথিবীর সব প্রেমে ছেয়ে আছে
দু'জনে দু'জনে।
১৩ই ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.