নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

শহর

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

এত এত মানুষ
এত এত গাড়ি
আর এত এত মানুষের ঘর,
তবু তুমি নেই, তাই মনে হয় কেউ নেই
এ শহরে আমি বড় বেশী একা।

এই যে নদী, বহমান স্রোত আর পাখিদের কলরব,
বনানী শ্যামল ঠিক কিশোরীর যৌবন
বৃক্ষ সেজেছে রূপে যেন ফুলের বাসর;
লোকালয়সব ভরে গ্যাছে গণিকার দলে
হিসেব কষেছে সুনিপুণ হাতে,
ফিতের ঝুলানো প্লাকাডে বাহারি বিজ্ঞাপন
অবিক্রিত ভালবাসার এখনো পসারি সাজানো তাদের;
এত এত মানুষ তবু কেউ চেনা নয়
মানুষের এ শহরে মানুষের মত কারও নেই কোন বোধ,
জোম্বির মত ভাষাহীন সবে
স্বপ্নরা ডুবে গেছে বরফের জলে,
তবু বেঁচে থাকা মানুষেরা মৃতসব আত্মার ধর্মের কফিনে ঠুকছে পেরেক;
বড় বড় সানকি ভরে গেছে খাবারে
হুজুরের দাড়িতে চুপসানো ঘি গড়াতে গড়াতে চলে গেছে
গির্জার ফটকের কাছে,
এ শহরে মানুষের হৃদয় নিয়ে কেউ নেই
এ শহরে তুমি নেই,
নেই তোমার ভিজে ঠোঁট, টিয়ে চোখ, হৃদয়ের অস্ফুট কম্পন;
এ শহর মৃত সব মানুষের শহর,
এ শহরে কেউ নেই
এ শহরে আমি বড় বেশী একা।

৩০শে জুলাই ২০১৫
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.