![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
পোশাকের মত ঝুলে আছে গায়ে
যেন সভ্যতার অনুপম বিজ্ঞাপন,
কাছাকাছি থাকা, ভাষাহীন চোখ
পাশাপাশি দু'জনা,
তবু কেউ কারো একটুও নয় আপন।
কোন কিছু নয়,
হৃদয়ের খেদ কিংবা সুখে থাকার অলিক স্বপন;
তবু বেঁচে থাকা দু'টো মানুষ খুব কাছাকাছি
একটুকু পরিচয়
মানুষের কাছে 'সুখে আছে তারা, সুখী পরিবার'।
রাতের নির্জনতায়
বিউগল শোনায় করুণ বিলাপ;
তাদের মাঝামাঝি পড়ে থাকা পাশ বালিশ
হয়ে আছে 'দুর্গম মহাদেশ'।
১৪ই ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো..