![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
উপেক্ষা
সুনসান দূপুরের
এই নীরব প্রহরে
তুমি রয়ে গেছ বহুদূরে!
আমি জানি
পাশাপাশি থাকা মানুষের মত
তুমি কখনোই পাশে নও,
যতদূরে রও
তার চেয়ে বেশী দূরুত্ব বাড়াও
কাছে ডেকে ডেকে;
কোন কিছুই না বোঝার
কুয়াশার মত অবুঝ দৃষ্টির
উপেক্ষায়--
উপেক্ষায়.---।
১৮ই ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.