নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

তবু তাঁরা ফিরে আসে

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

রক্ত ঝরেছে, রক্ত!
বেদনার বেলাভূমে লেখা আছে হাজারো নাম
অনুভূতিহীন, মুক্ত।
যেন তাঁরা আমাদের কেউ নয়
বন্ধনহীন, কাছে টানার নেই কোন তাড়া;
যেন কোন এক স্নিগ্ধ অতীত সকাল, কুয়াশার ভোর
অথবা বকুলের ঝরে পড়া,
তারপর মৃত সব ঘাসের মত সীমাহীন নীরবতা।

যারা গিয়েছে চলে কখনো কখনো তাঁরা ফিরে আসে
ফিরে আসে নিদ্রায়,
কখনো ঘুম ভেঙে গেলে আধো জাগরণে।
আমাদের অনেকের মতই তারাও স্মৃতিহীন,
তাঁদের রেখে যাওয়া রক্তবীজ অক্ষম দৈন্যতায়
নিজের কাছেই এক স্ববিরোধী
নিজেরই স্মৃতির এক নির্মম হন্তারক।

যারা গিয়েছে চলে তাঁরা তবু ফিরে আসে,
ফিরে আসে--
ফিরে আসে অক্ষম আক্রোশে;
ফিরে আসে ঢেউয়ে, কনকনে শীতের মাঘি বাতাসে
ফিরে আসে মার্চ শেষে অনেকটা দিন পরে
আবার সেই মাঘি বাতাসে,
ডিসেম্বরের কোন কোন রাতে
উজালা জ্যোৎস্নায়
জ্যোৎস্নায়--।

তবু তাঁরা ফিরে আসে
শতাব্দীর পরে শতাব্দী,
জেগে ওঠে শ্রমিকের কাস্তে হয়ে
কখনো কুঠার, কখনো নাঙলের ফলায়;
বিপ্লব মরেনা, প্রতিটি ধ্বংসেই একজন বিপ্লবী ভূমিষ্ঠ হয়
প্রতিটি শ্রমিকের দীর্ঘশ্বাস হয়ে উঠে
এক একটি তাজা বিপ্লবী প্রাণ।

২৫শে ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

আশফাক ওশান বলেছেন: ওরা বার বার ফিরে আসবে।
ভালো লিখেছেন

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯

ধ্রুবক আলো বলেছেন: বীরেরা কখনো মরে না...., ওরা বীর ওরা বারবার ফিরে আসে শতাব্দীর পর শতাব্দী....


কবিতায় +++
শুভ কামনা রইলো, ভালো লিখেছেন......

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। আপনার শুভকামনা আমার কাছে অনেক বড় প্রাপ্তির। বিজয়ের মাসে শহীদের আত্মার প্রতি অনন্ত শ্রদ্ধা!
অনেক অনেক ভাল থাকবেন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর ভাবনা

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

আলপনা তালুকদার বলেছেন: অসাধারণ!!!!!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ, ম্যাডাম। আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। ভাল থাকবেন। অনন্ত শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.