![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
পাহাড় আমায় ডাকে
সাগর আমায় ডাকে
নীল আকাশ, দূরের গাঁ তেপান্তরের মাঠ;
ডাকে আমায় অচীন গাঁয়ের অবুঝ মেয়ে
সাঁওতালী রাত, জ্যোৎস্না আকাশ;
ডাকে আমায় জুম-পাহাড়ের নদীর কাছে
চাকমা মেয়ের ছোট্ট ঘরে পিদিম জ্বলা রাত।
ব্যাস্ত জীবন এই কোলাহল
মুখোশ ঢাকা রঙিন আবরণ,
ভুলের মাশুল শুদ্ধতায় হোক
প্রাণের টানে জীবন-যাপন
বাহারী সব লৌকিকতার নিখুঁত সমাপন।
পাহাড় আমায় ডাকে
নদী আমায় ডাকে,
তোমরা না হয় সুখেই থাক
যেমন করে সুখের কথা লোকে যাহা বলে;
আমি না হয় ভুল করেছি, ভুল করেছি জেনেশুনেই
নষ্ট ফুলের পরাগ মেখে ভ্রমর হয়ে ফুল খুঁজেছি,
তোমরা থাক যেমন আছ
আমি না হয় সুখের ভ্রমে ভুল করে তা ফুল ভেবেছি
সুখের মায়ায় ভুলগুলোকে তুচ্ছ অনল জ্বলে।
৫ই জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাললাগার জন্য। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
তারুবীর বলেছেন: ভালো লিখেছেন ভাই।