![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এস আজ কিছু অন্যরকম কথা বলি,
এস আজ আমরা মৃতের গল্প করি;
অনাহূতভাবে আজ যদি মরে যাই
আমি আমার নিজের জন্যই আক্ষেপ করব,
তুমি মারা গেলেও তোমার জন্য আক্ষেপ হবে।
বিবর্ণ হৃদয় ছিন্নভিন্ন করে
অনেকগুলো দীর্ঘশ্বাস অনেকদিন বাতাসে ভেসে বেড়াবে;
অথচ কোন মৃতের জন্যই আমাদের আক্ষেপ করা উচিৎ নয়,
কেননা কোন এক সময়ে সব কিছুর অদৃশ্যমানতাই
এক চিরায়ত দৃশ্যমান দৃশ্য।
এস আজ প্রত্যেকটা বিয়োগান্তক বিষয় নিয়ে কথা বলি,
এইযে সুশীতল বৃক্ষতলে তুমি আমি বসে আছি
অনেকদিন আগে এমনি করে আমি আরেকজনের সাথে ছিলাম
অনেকদিন আগে যে আমার সাথে ছিল
তাকে আমি অনেকদিন পরে আরেকজনের সাথে
একই ভাবে বসে বসে বৃক্ষের পাতা ঝরা গল্পের কথা বলতে শুনেছি।
তুমিও হয়ত একদিন এখানে এসে বসবে,
অথবা এখানে বিরানভূমি, কোন বৃক্ষ নেই বলে হেঁটে যাবে
কোন সুশীতল বৃক্ষের সন্ধানে
এভাবেই ক্রমশঃ পরিক্রমায়
আমরা এক একটি মৃত্যু বা বিচ্ছেদের জন্য অপেক্ষা করব।
এস আজ কিছু অন্যরকম কথা বলি,
বলি মৃতের কথা
বলি উৎসবের কথা;
প্রতিটি মৃত্যু বা বিয়োগান্তক বিষয় অবশ্যম্ভাবী,
আমরা স্বার্থপর ঈশ্বরের মত মৃত্যুহীন জীবন নিয়ে আসিনি।
এস আমরা প্রতিটি ক্ষণ উপভোগ করি, উদ্বেলিত হই অপার আনন্দে
প্রতিটি মৃত্যু ও বিয়োগান্তক ঘটনায়ও কারো কাছে কোন করুণা প্রার্থনা নয়;
এস মৃত্যুতে আনন্দিত হই,
এস বিয়োগান্তক ঘটনায়ও অতীত প্রাপ্তির কথা ভেবে
মজে থাকি মোহন রাত্রির
বাতাসে ভেসে থাকা জ্যোৎস্না দেখে দেখে।
৯ই জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০১
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল লাগার কারণে কৃতার্থ বোধ করছি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
আছির মাহমুদ বলেছেন: আমরা স্বার্থপর ঈশ্বরের মত মৃত্যুহীন জীবন নিয়ে আসিনি...
+++
বেশ সুন্দর হয়েছে। শুভেচ্ছা!