নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতার জন্য আজন্ম দীর্ঘশ্বাস

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

অনন্তের অপেক্ষা নিয়ে বর্ষীয়ান বৃক্ষের মত
বসে আছি অনাদিকাল;
একটি নিপূণ কবিতার জন্য
অপেক্ষা ছিল,
একটি যথার্থ সম্পর্কের জন্যও
অপেক্ষায় ছিলাম বহূকাল;
অপেক্ষায় থেকে থেকে হৃদয়ে ক্ষরণ বেড়েছে বহূবিধ।
কখনো কখনো নারীকে ভালবেসেছি,
শুধু চোখের মধ্যে আকাশের নীলাভ রঙে
কামনায় জাগেনি শরীর, মুগ্ধতায় ছেয়েছিল নিমীলিত আঁখি;
ও চোখে তাকিয়েই কেউ কেউ হয়ে গেছে 'বনলতা' কিংবা 'বিম্বিসার ধূসর জগত'।
কখনো কখনো রমণীর দিকে তাকিয়ে মনে হয়েছে
ওখানে প্রেম নেই, শ্রান্ত বিকেল শেষে সন্ধ্যার পিদিম আলোর মুগ্ধতা নেই,
তবু তাতে নায়াগ্রা বয়ে গেছে আগ্রাসী রূপে, ক্ষয়ে গেছে পাথরের বুক
হোয়াংহোতে ডুবে গেছে সব সুখী চাঁদ।

অপেক্ষায় থেকে থেকে
অপেক্ষা শব্দটাই এখন এক আপেক্ষিক বিষয়,
রমণীর প্রয়োজন কখনো কখনো আপেক্ষিক মনে হয়েছে,
সুন্দরের মুগ্ধতায় মোহন শব্দের বিন্যাস আপেক্ষিক হয়তবা কোন কোন সময়ে,
ভোটের পরে ভোটারের আপেক্ষিক আব্দারের মতই
কামভাব কেটেগেলে প্রেমিকার ভালবাসাও আপেক্ষিক কখনো কখনো;
কোন প্রয়োজনই ততটা প্রয়োজনীয় নয়
কোন সম্পর্ক কখনোই ততটা প্রতিক্ষীত নয়
তবু মনের মধ্যে অপূর্ণতার মহাকাশ নিয়ে লক্ষ নক্ষত্র হয়ে জ্বলে থাকা
একটি নিখাঁদ অনাপাক্ষিক কবিতার জন্য অনন্তের অপেক্ষা;
একটি কবিতার জন্য আজন্ম দীর্ঘশ্বাস।

১৭ই জুন ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: কোন প্রয়োজনই ততটা প্রয়োজনীয় নয়
কোন সম্পর্ক কখনোই ততটা প্রতিক্ষিত নয়, .... কি সুন্দর করে বললেন- খুব ভাল লেখেছে ,কবিতায় এক রাশ মুগদ্ধতা।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪১

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

আরাফআহনাফ বলেছেন: "হোয়াংহোতে ডুবে গেছে সব সুখী চাঁদ।

অপেক্ষায় থেকে থেকে
অপেক্ষা শব্দটাই এখন এক আপেক্ষিক বিষয়

একটি নিখাঁদ অনাপাক্ষিক কবিতার জন্য অনন্তের অপেক্ষা;
একটি কবিতার জন্য আজন্ম দীর্ঘশ্বাস।"

++
অনেক সহজ ও সুন্দর আপনার প্রকাশ। ভালো লাগা জানবেন - অজস্র।

ভালো লাগতে পারে ভেবে দুটো লিন্ক শেয়ার করলাম:
http://www.somewhereinblog.net/blog/colctg/30127549
http://www.somewhereinblog.net/blog/colctg/30124776

ভালো থাকুন সবসময় - শুভ কামনা নিরন্তর।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা। আপনার পাঠানো লিঙ্কটা সময়ের অভাবে ভাল করে দেখা হয়নি। বুঝতে পেরেছি কবিতা। ভাল করে দেখে আপনাকে জানাব, ধন্যবাদ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: তবু মনের মধ্যে অপূর্ণতার মহাকাশ নিয়ে লক্ষ নক্ষত্র হয়ে জ্বলে থাকা
একটি নিখাঁদ অনাপাক্ষিক কবিতার জন্য অনন্তের অপেক্ষা;
একটি কবিতার জন্য আজন্ম দীর্ঘশ্বাস।

দারুন লিখেছেন। খুব ভালো লাগলো। :)

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। আপনার ভাললাগা আমার আনন্দের উপসর্গ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো
শুভ কামনা

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। আপনার ধারাবাহিক উৎসাহ আমার কাছে পরম আকাঙ্ক্ষিত বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.