| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অনেক মুগ্ধতার কিছু কবিতা থেকে 
২ টি কবিতাঃ
১।
বানভাসি
কি এক অকারণে তুমি গিয়েছ ভেসে
বানভাসি এই আমি নিজেও ভাসা;
ভাসিবেই যদি কন্যা আমাকে ডাকনি কেন?
হয়ত উথাল সাগর, হয়ত ঝড়ের রাত
তোমাকে ভালবেসে কেটে যেত 
ঝঞ্জার ভিতরে ঝঞ্জাহীন 
এক অচেনা জীবন।
আমিতো ভাসিবারই চাই, 
চাই পদ্মার জলে
তোমার ভেজান আঁচল 
অকারণেই ছুঁয়ে যাক আমার চিবুক;
আমি গৃহহীন হব
আমি রাখালের সাতরঙা ঘুড়ি হব
আমি তোমার বনজ ওষ্ঠাধারে 
আকাশের চাঁদ ছোঁব।
২১শে জুলাই ২০১৪
যুক্তরাজ্য।
২।
উদাসী কন্যা
তুমি বড়বেশী আনমনা
কি করে থাক বসে?
রাত হয় ভোর 
জোনাকিও বোঝে সেই বিদায়ী রাত
শুধু তুমিই বোঝনা!
ফাগুণের রাত
আগুন আগুন অনুভবে
তপ্ত শরীরে কামনার বাসনায়
জ্বলে উঠে পিপীলিকা সম; 
তুমি বড়বেশী উদাসী
যাতনা বিলিয়ে তুমি নিশ্চুপ 
স্থির পাহাড়ও কম্পনে কাঁপে
শুধু তুমিই কাঁপনা!
(রিপোস্টেড)
২০.১১.২০১৪ 
নিউক্যাসল 
দি ইউ কে
২০শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
২| 
২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৭
শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।
যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।
 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। জ্বী দেখবো।
৩| 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লিখেছেন। ভালো লাগলো কবি।
 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:১১
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ হাফেজ ভাই। আপনার অনুপ্রেরণা আমার কাছে পরম আকাঙ্ক্ষিত। 
৪| 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:১০
ধ্রুবক আলো বলেছেন: দুইটাই ভালো লাগলো, খুব সুন্দর লিখেছেন
শুভ কামনা রইলো
 
২০ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:২১
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। আবারও ঋণী হলাম। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৩
একজন সত্যিকার হিমু বলেছেন: ভাল লাগলো ।