![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অনুকাব্যঃ
১।
মহুয়া
মহুয়ার ফুল
বিষ নাকি মধু কি আছে গায়ে?
বোঝেনি কিছুই তৃষ্ণার্ত ভ্রমর!
ফাগুণ শেষে
ফলে ফলে ভরে গেছে বীথিকার বন
আর সবুজ ঘাসে পড়ে আছে
দু'টো মৃত পতঙ্গ চোখ।
২৩শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
২।
কুহেলিকা
নিঃশ্বাসে তুমি
নাকি বিশ্বাসে?
পাওয়া কিংবা না পাওয়া
মাঝামাঝিই থাক অনুক্ষণ,
পোড়া চোখ বোঝেনা তবু
কাছে থেকেও তুমি নও কাছে কখনোই
কুহেলিকা হয়ে রও অহর্নিশ।
২২শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা ভাল লেগেছে। শুভকামনা রইল।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
শামীম সরদার নিশু বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
ভাবুক কবি বলেছেন: বাহ! চমৎকার