![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মন ভাল নেই
আঁধার ঘিরেছে আকাশের বাড়ি
ঘরের ছাঁদটুকুও ডুবে গেছে জলে
আজ আমার মন ভাল নেই।
শতেক সহস্র দিন পুরোনো আলয়
মুঠি মুঠি সকালের রোঁদের ওমে
চোখে ছিল এক অচীন স্বপন,
কালের চক্রে জামনো অন্ন
ভেসে গেছে আজ বানের স্রোতে;
আজ আমার মন ভালো নেই।
থৈ থৈ জলে কিছু খড়কুটো
তাতে ভেসে অসীমে দিয়েছি পাড়ি,
জানা নেই, থামিবার নেই অবসর;
আকাশে দেয়া, বৃষ্টির ফোটা
থামে না তবু, ভাসে অনুক্ষণ,
কোথায় ভিড়িবে এই ভাসমান খড়?
জানা নেই;
শুধু আছে জানা কোন এক দ্বীপ
দারুচিনি বন
আবার দেখাবে অলীক স্বপন;
আজ আমার মন ভাল নেই।
২৫শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার লেখা পাচ্ছিনা নিয়মিত। এত চমৎকার লেখেন অথচ লেখাগুলো আমাদের সাথে শেয়ার করছেন না নিয়মিত। প্লিজ লিখুন যতটুকু পারা যায় এই ছুটে চলা জীবনে।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন
২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
আলপনা তালুকদার বলেছেন: সুন্দর!!!!!