| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
কি লিখি আমি
কবিতা না ছাই?
রামাকান্ত লিখেছিল কবিতা
'গড়ের মাঠে খেয়েছিনু হাওয়া
ঝাঁঝরে ভরিয়া মোরা, 
কন্যা আমার তুমুল যোদ্ধা
রূপ-লাবন্যে যেন রাজকুমার, 
সাঁতার কাটিত বেটি 
ঘোড়ায় চড়িয়া বেশুমার।' 
সেই রামকান্ত 
আজ বাহির করিয়াছেন বহি, 
মলাটে তাহাঁর আঁকিয়াছেন দেশ-প্রেমের ছবি; 
'রাজায় খাচ্ছেন গামলায় ভরি
বাতাসের বিরিয়ানী,
প্রজাকুল তাহাঁকে করিতেছে বাতাস
পড়িয়া বিবাহের শেরওয়ানী।'
সকলেই মাতিল প্রশংসা বাক্যে, 
কহিল কেউ কেউ
উহাকেই দিয়া দাও পাদুকা-পদক
আর রাজার পাদুকা চিত্রের নীচে
ঝুলাইয়া রাখ তাহাঁর একখানি ছবি, 
গাহিয়াছেন গুণগান রাজাধিরাজের
তোমরাই বল ইহাই কি যথেষ্ঠ নহে
মানিতে তাহাঁকে এ যুগের সেরা কবি?
রাজ্যের বেতারে ঘোষণা করিল ঘোষক
দুই দিনের অনন্দ উৎসব,
কবি রামাকান্ত কবি রামাকান্ত 
বাজিতেছে ঢাকঢোল, চলিতেছে খুশির মচ্ছব।
১লা ফেব্রুয়ারি ২০১৭
যুক্তরাজ্য। 
©somewhere in net ltd.