নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধশিশু

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫



জন্মান্তরেও ঘোচেনা পাপ
শিখানো সংস্কার!
জাতকের পরিচয় কেড়েছে ধর্ম
মানবতা লুপ্ত প্রায়!

যে শিশুর পরিচয় নেয়নি সমাজ,
সভ্যতা দিয়েছে এঁকে 'যুদ্ধের' পরিচয়;
হয়ত সে এখন মারিয়া রবার্টস কিংবা ক্রিস্টোফার জোসেফ
সুদূর সমুদ্র পেরিয়ে অচীনের সীমানায়।
ওখানে কেউ ওদের বলেনি কি ছিল ওদের পরিচয়!
মানুষের ঔরসে মানুষ জন্মাবে এটাই হয়ত প্রথাগত বিশ্বাস।
তবু খন্ডিত পৃথিবীর এক ক্ষুদ্রাংশে বাতাস বড্ড ভারী
বৃদ্ধা জমিলা এখনো খোঁজে নাড়ি ছেঁড়া তার ধন।
আর সভ্যতা অট্টহাসিতে খাবি খায়
'লা শরিক আল্লাহ্‌' আর 'মা দূর্গা, মা দূর্গা' ধ্বনিতে
পূবের আকাশ তবু ভরে ওঠে সূর্যের সোনালী আলোয়।

২রা ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.