![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আত্মহনন
অপেক্ষার পাত্র ভরেছে উপেক্ষায়
বিষাদ সময় হয়ে আছে হিমালয়;
আঁধার নাকি কুহেলিকা
কে কত আপন?
অবোঝাই রয়েগেছে বহুকাল;
বৃথাই তবু বেছে নিতে হয়
দু'টোর যে কোন একটি!
যদিও সমার্থক মানে
তোমার ভালবাসা
কিংবা সুনিপুণ আত্মহনন।
৪ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
মোহাম্মদ বাসার বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই। ভাল থাকবেন।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
আলপনা তালুকদার বলেছেন: খুব সুন্দর।
আত্মহনণ ও সুনিপূণ - এই বানান দু'টো ঠিক করবেন প্লিজ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮
মোহাম্মদ বাসার বলেছেন: সরি এই অনাকাংখিত বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য। ২০০০ সালে বাংলা একাডেমি কতৃক সম্পাদিত বাংলা অভিধানে বানানগুলো আমি যেভাবে লিখেছি সেভাবেই লেখা। আত্মহনন বানানটা আছে ১০২ পৃষ্ঠায় আর নিপুণ বানানটা আছে ৬৮৫ পৃষ্ঠায়।
কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন নিরবধি।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
আলপনা তালুকদার বলেছেন: এটা একটা বিরাট সমস্যা। কিছুদিন পর পর মীমাংসিত বিষয়কে পরিবর্তন করা হয়। বানানকে ছাড় দেয়া হবে কেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২
শাহজাহান মুনির বলেছেন: সুন্দর প্রকাশ। ভালো লাগা জানবেন।