নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

যা হবার হোক

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪




আজ এই লগণেই হোক,  যা হবার হোক;
অপেক্ষার প্রহরে ঘুণপোকা বাসা বাঁধে মনে,
তুমি আমি পালটে যাই।
এই দিবালোক
লোকাচার, শিষ্ঠাচার, শেখানো কথার বুলি
বিশ্বাসের নিগুঢ়তা ঢেকে দেয় শোভন মলাট। 

এই লগণেই হোক, যা হবার হোক;
আড়ষ্ঠতাহীন, অশোভন বলে লোকে বলুক
পৃথিবীর চিরায়ত নিয়মের কাছে সমর্পিততো হতেই হয় আমাদের;
তাহলে সভ্যতার অসভ্য মিথ্যাচারে
ঢেকে রাখা বোধের উপাসক হয়ে লাভকি?
তারচেয়ে হোক, হয়ে যাক
যেমনটা হয়ে আসছে সেই পৌরাণিক কাহিনী থেকে শুরু করে
পৃথিবীর প্রথম প্রেমের মত,
কামনার কারণেই ভালবাসা
তাকে লোকে প্রেম বলে বলুক
আমি তাকে কামনাই বলে যাব আমরণ;
তাহলে হোক, ওটাই হোক
জৈবিক টানে জীবনের অমোঘ পরিক্রমণ।

১২ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে ভাল লাগা রইল। ভাল থাকবেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.