নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

সামন্তরাল সরল রেখা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩


শূন্য দেয়ালে আঁকা আছে
মাত্র দু'খানা রেখা চিত্র,
একখানা তুমি আর আরেকখানা আমি
কত পাশাপাশি
অথচ কেউ নই কারো মিত্র।


যেন আজন্ম বৈরীতা
বিশ্বাসহীনতার নিগুঢ় কোলাহল,
বাড়ানো হাতে ভরে আসে বিষাদ
উপেক্ষা জন্মান্তর;
তবু দু'টি রেখা কত পাশাপাশি
সামন্তরাল দূরুত্বে থাকে কাছাকাছি
বয়ে চলে কাল থেকে কালান্তর।

১৭ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: ছবি স্থির, জীবন চলমান।
ছবি সমান্তরাল, জীবন স্বমূর্তি।

ভাল লিখেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পরে আপনার কমেন্ট পেলাম। ভাল থাকবেন নিরন্তর!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালবাসা জানবেন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: একটি রেখা আমি আর একটি রেখা তুমি, সমান্তরাল অবস্থান, আমাদের দুজনকে আষ্টে পিষ্টে বেধে রেখেছে কিছু দুটরো কাঠ, কিছু লোহার পেরেক, তার, পাথর, যেমন পিতা-মাতা, সন্তান-সন্ততি, বন্ধু-বান্ধব, আশা-আকাঙ্খা, দুঃখ-বেদনা, আশা-নিরাশা, লোভ-লালসা, ঘৃনা-ভালবাসা, জাগতিক মোহ-------------এসবের বাধনেই বাধা পড়েছি আমরা। নইলে কবে ছিটকে যেতাম! দূরে .....বহু দূরে।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৮

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ জুয়েল, ভাললাগায় কৃতজ্ঞতা বাড়ালে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.