| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

বাড়ে পাপ, মনস্তাপ
নীরবতায় ঢেকে থাকে এ লগণ গোধূলি; 
কথার পাহাড় বুকে
তবু অধীর-ব্যাকুলতাহীন
বিষণ্ণ দরজার গায়ে আড়ষ্টতার চিনহ এঁকে যায় মহাকাল।
এ জীবন হায় এক নিপাট দীর্ঘশ্বাস, 
সু-শোভন পোশাকে ঢেকে রাখা ক্ষত 
কিংবা কথার নিপুণতায় লুকানো অবিশ্বাস; 
তবু এ জীবন বয়ে চলে নিরবধি, 
সুখের লাগিয়া সুখের মোড়কে
দুঃখ-বিষাদের এক নিখাঁদ বহতা নদী।
১৯শে ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৩:১৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাললাগার জন্য। আপনার প্রতি অনন্ত শুভাশিস।
২| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:১৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭  ভোর ৪:৪৪
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগা আমার অনুপ্রেরণা।
৩| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭  রাত ৮:১১
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: 
সত্যি ভাই, আমরা সবাই প্লাস্টিকের হাসি মুখে লাগিয়ে রেখে প্রকাশ করি আমরা কত সুখি!! হৃদয়ের ক্ষতচিহ্ন কেবলই ঢেকে রেখে সুখি-সমৃদ্ধ ব্যক্তিত্বর প্রকাশ করি!!
অনেক ভাল লেগেছে! অসাধারণ প্রকাশ ভঙ্গি, হৃদয় ছুয়ে যাওয়া একটি কবিতা
 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭  ভোর ৪:৪৬
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ জুয়েল।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ২:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম।