নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

ঋণ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯



তুমিই সেই মেয়ে
কখনো ফিরাওনি আমায়,
কত সহস্র দিন গেছে
উপোস থেকেছি ফাগুণ চাঁদনী রাতের;
অথচ তুমিই করেছ আমায়
সমগ্র বসন্তের রাত অকাতরে দান।

কিন্তু কি আশ্চর্য্য বুকের পাঁজর গুনি
হাতড়িয়ে খুঁজি
অলক্ষে বেজে যাওয়া তোমার মাধুরী বীণ,
কোথাও পাইনি তাকে
বেড়ে যায় আক্ষেপ
আর বাড়ে বিবেকের ঋণ।

২০শে ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: খুব ভালো হয়েছে । সুন্দর একটি গীতি কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নাহার। আপনার আইডিতে গেলাম, দেখলাম আপ্নিও চমৎকার লেখেন, ফেসবুকে আপনি হয়ত নিয়মিত লেখেন, আমার ফেসবুক আইডির ডিটেইলস প্রোফাইলে দেয়া আছে, ওখানে হয়ত আপনার লেখা কিংবা আমার লেখা আপনি কিংবা আমি আরও বেশী দেখার সুযোগ পাব।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

জগতারন বলেছেন:
ছবি ও কবিতা খুব সুন্দর হয়েছে।
কবির প্রতি অভিন্দন জানাচ্ছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.