নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫






দু'টি কবিতা।
ভাল থাকবেন কবিতা প্রেমী বন্ধুরা।

১।

নিঃসঙ্গতার দ্বৈরথ

কোন একদিন
হয়ত তুমুল ঝঞ্জায়
ভূগোলের পাতা থেকে ঝরে যাবে
দিন-মাস-ঋতুর হিসেব।
তারও আগে ফুল-বন-মৌমাছি-মধু
কিংবা জানালায় চাঁদের আলোতে
মন্থনে নিমগ্ন যুগল দেহ
নিষ্ফলা চৈত্রে হয়ে যাবে অতীত স্মৃতি।

ওরকম নিষ্ফলা চৈত্রও যদি হয়, এস!
বুকের কার্নিসে জ্বালানো তপ্ত আগুণে
যে আগুণ জ্বলছে জন্মান্তর,
সামাজিক ভালবাসায় যদি পড়ে বৃষ্টির অনাহূত ছাঁচ
অন্তর রাঙাক তোমার
কামে-ঘ্রাণে কিংবা ঘুমন্ত ফুজিয়ামার
বিনাশী আগুণের আঁচে।
তবু এস, যদি ভাব কালান্তর হয়েছে বিষাদ
লোকালয়ে অযুত মানুষেও
তুমি এখনো খুব বেশী একা।

২৬শে ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

----------------------------------------------------------------------------

২।

অনুকাব্যঃ

আকাঙ্ক্ষা

বোধের কোয়া থেকে চুইয়ে পড়ে রস,
নিস্তেজ ছোবড়া হয়ে ধূসর নীলাকাশ;
জেনে গেছে পরাশ্রয়ী জীবন
যতটুকু রঙিন মুখোশ মানুষেরে মানায়
তার চেয়েও গভীরে তার আকাঙ্ক্ষার শেকড়।

২৬শে ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
দুটো কবিতাই বেশ ভাল লাগল!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার পারসিসটেন্ট আশেপাশে থাকার মানসিকতা কিছুটা হলেও বৈরীতা কমিয়েছে। কবিতা ভাললাগার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ♥♥♥

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাললাগায় কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন। ভাল থাকবেন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

কানিজ ফাতেমা বলেছেন: এককথায় মুগ্ধপাঠ্য । শুভ কামনা রইল ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ বাসার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেবু বা এখানে যে স্বল্প সংখ্যক পাঠক এদের অনেকেই কম বেশী লেখালেখিতে জড়িত। আশা করি আপনার লেখাও পড়ব ভবিষ্যতে। ভাল থাকবেন নিরন্তর।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

বিজন রয় বলেছেন: তারও আগে ফুল-বন-মৌমাছি-মধু
কিংবা জানালায় চাঁদের আলোতে
মন্থনে নিমগ্ন যুগল দেহ


সত্যিই ভাল হয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। আবারও অসীম কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.