![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
চলে যাও
ফিরে দেখ,
কোথাও নেই!
কিছু নেই।
হেঁটে হেঁটে
সন্তর্পনে রাখ
বুকের কাছে
অনুসন্ধিস্যার হাত;
নীল হাত
ব্যাথায় কাতর
অজ্ঞাত কারণ,
ব্যাখ্যার অতীত
বোধ বোধহীন;
ফিরে যাও
শুরুর শুরুতে,
যথার্থই বিন্দু
নিখাঁদ শূন্যতায়
একটি শূন্য।
দাঁড়িয়ে থাক
স্থির রেখা,
দ্বিধায় বিভক্ত
মানবিক বোধ;
বেছে নাও
কঠিনের ঘোর,
ছুঁড়ে দাও
ফিরে যাও
নিজস্ব নিয়মে
করে নাও
সমাধান গণিতের;
ব্যথায় কাতরায়
হৃদয়ের একপাশ
আরেক পাশে
কুটিল জটিল
সুচতুর জীবনের
স্বার্থের প্যাঁচে
বেঁচে থাকার
দূর্বোধ্য হিসেব।
১লা মার্চ ২০১৭
যুক্তরাজ্য ।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৯
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ, বাবু ভাই। ভাল থাকবেন।
২| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৮
ধ্রুবক আলো বলেছেন: বেঁচে থাকার দুর্বোধ্য হিসেবে ++
ভালো লাগলো লেখাখানি।
৩| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর চিন্তা