![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ওসব নিয়ে হয়না কথা
তবু ওসব কথাই ভাবি,
মনের মধ্যে তোমার রঙে
কত ছবিই আঁকি।
আঁকা ছবির একটা চোখে
একটি নীলাভ আকাশ,
আরেক চোখে আমার মত
কেউ আছে কি তোমার?
না হয় আমি আঁকি ছবি
বিষাদ কিংবা প্রেমে,
ব্যর্থ আমি ডুকরে কাঁদি
হৃদয় বিহীন তোমার ছবি
ক্যামনে রাখি ফ্রেমে?
একটা ছবি এঁকেই যাচ্ছি
বুকের কাছে অস্পষ্টতায়
বড্ড সেথায় ফাঁকা,
একটা হৃদয় পূর্ণতাতে
হয়নি আজও আঁকা।
একটা ছবি একটা ছবি
কবে হবে আঁকা?
একটা ছবি একটা ছবি
তোমার মত অস্পষ্টতায়
বড্ড থাকে ফাঁকা।
৫ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
ছবি কৃতজ্ঞতাঃ শিমুল জামান।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। অনন্ত কৃতজ্ঞতা।
২| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
৩| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে +
ছবিটা একে ফেলুন।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯
মোহাম্মদ বাসার বলেছেন: আবারো কৃতজ্ঞতা, আবারো ভাললাগায় ঋণী করলেন।
৪| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪
মোহাম্মদ বাসার বলেছেন: আমার এক একটা কবিতা সৃষ্টির পেছনে কারো না কারো ভূমিকা থাকে! কখনো নিসর্গতার, কখনো কোন প্রিয় বন্ধুর বা রমণীর, কখনো দেশ, মাটি বা মানুষের। যারাই সেই উপলক্ষ হোক, তাদের প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা। কবিতা ভালবেসে যারা কাছে আছেন, আছেন পাশাপাশি তাদের প্রতি আমার অফুরান ভালবাসা। সবাই ভাল থাকুন। সকলের প্রতি শুভ সন্ধ্যা কিংবা শুভরাত্রি!
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৬
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রইল +++