![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তুমি বুঝেগেছ সব,
মন, চোখের ভাষা, কপট রাগ-সব।
উপেক্ষা ছড়াতে চেয়েও যতটা দূরে যাব ভাবি
তুমিও ততটাই কপট উপেক্ষা ছড়াও;
নাই নাই বলে যতটা বিরূপ বসন্ত দেখাও
ততটাই রঙিন লাগে ফাগুণের দিন।
ততটাই কাছে আস যতটা আসা যায়,
এই প্রথাসিদ্ধ সম্পর্কের আড়ালে
আরও কিছু আড়াল আড়ালে রেখে।
আমাদের কথোপকথন, প্রতিদিন রুটিন জীবন
ক্লান্তির কোন খড়গে হয়নি ক্ষত;
তবু ভেঙে গেছে কোন এক বাঁধ
মনের গহীনে বিরুদ্ধ অস্তিত্ব নিয়ে
অসংযম ছুঁয়ে গেছে চোখের আকুতি।
পরিযায়ী মন চায়নি কিছুই, শুধু চেয়েছিল ঐটূকু হোক
যেটুকু পেলেই মনে হবে পাওয়া হল সব
অথচ তুমি হারাওনি কিছুই।
৭ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২১
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
২| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩২
তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর কবিতা +++++
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২২
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৩| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম কবি ভাই। খুব সুন্দর কবিতা উপহার দিলেন। ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৭
আরাফআহনাফ বলেছেন: "উপেক্ষা ছড়াতে চেয়েও যতটা দূরে যাব ভাবি
তুমিও ততটাই কপট উপেক্ষা ছড়াও;
নাই নাই বলে যতটা বিরূপ বসন্ত দেখাও
ততটাই রঙিন লাগে ফাগুণের দিন। "
ভালো লাগা জানবেন।
সুন্দর কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা সবসময়।