| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

কিছু স্মৃতি রেখ যেও, 
যদি ভাব বিস্মৃতিই অমোঘ নিয়তি
রেখে যেও নাকপাশা ঘামে মাখামাখি
কিংবা আলতা-পায়ের নূপুর একখানি।
রেখে যেও কিছু স্মৃতি
এই গোপন বিকেল, 
সন্ধ্যা আসি আসি আড়ষ্টতাময় গোধূলি প্রহর
ফিকে হয়ে আসে নিমিষেই, 
লাজুক-সহাস্য দিনে সুহৃদ বন্ধু ছিলে তুমি; 
স্বল্পায়ুর সেই তরুণ বিকেলে করুনাভ চোখ ভিজে ছিল জলে। 
ভুল করেই যদি ভুলে যাই 
উৎকণ্ঠার হৃদয় তোমার কম্পন তুলেছিল হস্তযুগলেও; 
কিছুই ছিলনা প্রাপ্তির, তবু মনে হয়েছিল পেয়েগেছি সব
যখন দিয়েছ তুমি শুভ্র রুমালে অঙ্কিত দুটি লাল গোলাপ
আর রুমালের শ্বেত পটভূমি ব্যাপী 
রক্তিম ঠোঁট আঁকা চুম্বনখানি। 
১০ ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
 
১১ ই মার্চ, ২০১৭  ভোর ৫:০৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার কমেন্ট পড়ে মনটা আরও খারাপ হয়ে গেল। নিরন্তর শুভ কামনা।
২| 
১১ ই মার্চ, ২০১৭  সকাল ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ++ 
ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭  রাত ২:১৫
আরণ্যক রাখাল বলেছেন: খুব খুব খুব ভাল লিখেছেন।
দীর্ঘশ্বাস বেড়িয়ে আসার মত।কিছু স্মৃতি রেখ যেও বাক্যটা কত মিষ্ট লাগে শুনতে, কত কাব্যিক- অথচ কত কত গল্প এতে লুকায়িত