| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

যেদিন তোমার নাম দিলাম কাঁকন
সেদিনই বুঝেছিলাম
বুকের মধ্যে কোন কারণ ছাড়াই রিনিঝিনি কেন তুমি বাজ?
যেদিন তুমি বললে কথা বলার ইচ্ছে নেই, ঘুম পাচ্ছে তোমার 
সেদিন আমার কষ্ট হল অনেক, 
তুচ্ছ ঘুমের মত তুচ্ছতায় তুমি আমাকে এড়াচ্ছ, কি আজব! 
আমি তখনি বুঝলাম তুমি শুধু অনুভূতিতেই নেই
শরীরের মধ্যে কাঁপন তুলেছ নিগূঢ়তম, 
হয়ে আছ হৃদপিন্ডের অর্ধাংশ।
এই আমি তোমাকে ছাড়া পাখি বিহীন খাঁচার মত, 
কিংবা হয়ে থাকি ফুল বিহীন বাগানের মত নিষ্প্রাণ,
অথবা অলি-মধুহীন নিপাট বন্ধ্যাত্ব নিয়ে
এক বিরান নিষ্ফলা ধূধূ মাঠ।
তুমি কাছে আসলে মনে হয় ওসব সব তুচ্ছ, 
সাহারার আকাশও তখন আশায় বুক বাঁধে
তপ্ত বালুতেও জলের জন্য ডানা মেলে তৃষ্ণার্ত ক্যকটাস।
তুমি কাছে আসলে মনে হয়
ফুসফুস থেকে নির্গমনের পরেও তুমি দূরে নও
নিঃশ্বাস হয়ে লেগে আছ নাসিকার কাছাকাছি। 
১১ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.