নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ্‌র পূণ্যভূমিতে বাদশাহ্‌র মুর্তি আর আমাদের আবাহমানবাংলায় নারীর মুর্তি, সমস্যা কাদের?

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭





"সৌদি বাদশাহর সবচেয়ে বড় মূর্তি উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক | সোনালীনিউজ ডটকম


প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার ০৩:৩৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার ০৩:৩৪ পিএম


সৌদি আরবের ৮৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সবচেয়ে বড় প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার বন্দরনগরী জেদ্দায় সেখানকার শিক্ষা বিভাগের পরিচালক আবদুল্লাহ আল থাকফি প্রতিকৃতিটি উন্মোচন করেন। এসময় শিক্ষা ও নিরাপত্তা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাদশা সালমানের এই প্রতিকৃতিটি তৈরি করেছেন সৌদি চিত্রশিল্পী মোহাম্মদ আসিরি। ২১৬ বর্গমিটার উচ্চতার এই প্রতিকৃতিটি সম্পন্ন করতে তিনি ৪০ দিন সময় নেন।
বিশ্বের সবচেয়ে বড় প্রতিকৃতি হিসেবে সালমানের ছবিটিকে স্বীকৃতি দিতে এরইমধ্যে গিনেজবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সৌদি শিক্ষা বিভাগ।
সোনালীনিউজ/ঢাকা/এমএইউ"

------------------------------------------------------------------------------------------------------------------------------

এটা পুরনো খবর। ইসলামে মুর্তিপূজা নিষিদ্ধ! নিষিদ্ধ মুর্তি বানানোও। তাইতো ইসলামের খেদমতকারীগণ মুর্তিপূজাকারীকে অপছন্দ করেন।

কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাসে যখন খোদ সৌদি আরবেই বাদশাহ্‌র মুর্তি উন্মোচন করা হল তখন বাংলাদেশের কাঠ-মোল্লাতো দূরের কথা পৃথিবীর কোন মুসলিম দেশ থেকেই তার প্রতিবাদ করা হয়নি।

হযরত শাহ জালাল ইয়েমেনের লোক, সেই ইয়েমিনিদের যখন সৌদিরা বিনা বিচারে হত্যা করছে তার কোন প্রতিবাদ আমি কোন মুসলিম দেশ বা কোন মোসলমানের কাছ থেকে দেখিনি।আর বাংলাদেশেতো নয়ই।

একজন কামাল আতাতূর্ক কেন প্রয়োজন আমাদের?
সন্দেহ নেই বিশাল এক ভোট ব্যাংক যাতে হাতছাড়া না হয়ে যায় সে জন্য আমাদের সন্মানীতা প্রধানমন্ত্রী মোসলমান ভোটারদের ক্ষ্যাপাতে চান না। তিনি ভুলে যান জন্মগতভাবে মোসলমান হলেও এদেশের অধিকাংশ মানুষ এখনও যৌক্তিক চিন্তাই করেন। তিনি ইচ্ছে করলেই নৈতিকভাবে বলিয়ান হতে পারেন আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের জীবনী থেকে, তৎকালীন সময়ে অর্থাৎ ১৯২৪ সালের ৩রা মার্চ দীর্ঘ দিনের চলে আসা সংস্কার ও রীতিনীতি উপেক্ষা করে প্রবল পরাক্রমশালী খিলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করেন; তারও আগে ১৯২২ সালেই সালতানের বিলুপ্তি ঘটে। কামাল আতাতুর্ক অনুধাবন করতে পেরেছিলেন বড় ধরণের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংস্কার ছাড়া তূর্কীদের আধুনিকায়ন সম্ভব নয়। সে লক্ষে তিনি ধর্মকে ব্যবহার করা যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যতগুলো নিয়ামক আছে তার সবই বন্ধ করে দিয়েছিলেন।

১৯২৫ সালে মোস্তফা কামাল তূর্কীদের আধুনিক পোশাকের ব্যাপারে উৎসাহিত করেন। তিনি অফিস আদালতে সরকারী কর্মচারীদের আরবীয় পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি নারীদেরও আধুনিক পোশাকের প্রতি উৎসাহিত করেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন, পোশাক, খাদ্যাভ্যাস ও জীবন ধারণের অন্যান্য ব্যাপারগুলো মানুষের প্রগতির পথে কি রকম অন্তরায় সৃষ্টি করতে পারে।


এবারে আমি আমার মূল আলোচনায় আসছি। সেই ১৯৯১/৯২ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে এদিক সেদিক লুকিয়ে-ছুকিয়ে শহীদ মিনার ভাঙ্গা। তৎকালীন সময়ে বাঙালী কৃষ্টি ও সংস্কৃতির প্রতি উদাসীন বিএনপি সরকার ও তাদের ছত্রছায়ায় থাকা স্বাধীনতা বিরোধী জামায়েতের ছিল প্রছন্ন সহযোগিতা এসমস্ত কাজে। এর পরে পার্বত্য এলাকায় রামু মন্দিরে হামলা ও বিচ্ছিন্ন ভাবে এদিক সেদিক হামলা ধারাবাহিকভাবে চলেই আসছে।

বেশ কিছুদিন আগে বাংলাদেশ ওলামায়ে লীগের আন্দোলন থেকে ব্যাপারটা আমার নজরে আসে। তাদের দাবী বাংলাদেশ সুপ্রীমকোর্টের প্রাঙ্গণ থেকে অধুনা স্থাপিত নারী মুর্তি সরাতে হবে। কেন সরাতে হবে? এটা নাকি ইসলাম বিরুদ্ধ। স্বীকার করে নিলাম ইসলাম বিরুদ্ধ, তাহলে আপনারা যারা মোসলমান আছেন তারা কেন ২০১৬ সালের সেপ্টম্বরে সৌদি আরবে বাদশার মুর্তি স্থাপনার প্রতিবাদ করলেন না? তাহলে কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আর কোনদিন সৌদি আরবে হজ্জ্ব করতে যাবেন না? আপনারা যারা মোসলমান তারা পবিত্র ঈদের সময় সৌদিদের দ্বারা অসংখ্য ইয়েমেনিদের হত্যাকাণ্ডের কেন প্রতিবাদ করলেন না? আপনারা কি ধরে নিয়েছেন মোসলমান দ্বারা মোসলমান হত্যা জায়েজ? শুধুমাত্র বিধর্মীরা মোসলমানদের হত্যা করলেই সমস্যা?

প্রিয় প্রধানমন্ত্রী আপনি শেখ মুজিবের কন্যা বলেই এখন ক্ষমতায় আছেন। বঙ্গবন্ধু কখনোই সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেননি। তারপরেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন নির্বাচনে। জনগনের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন। কামাল আতাতুর্ক হোন প্রয়োজনে, মোল্যাদের রাজনীতি বন্ধ করে দিন, মৌলবাদ ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিন, হিজাব যা আমাদের সংস্কৃতির ধারক-বাহক নয় তা নিষিদ্ধ করুন আইন করে তাহলেই আমাদের স্বকীয়তা রক্ষা পাবে। বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবেন কিন্তু তার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে তা বাস্তবায়নের জন্য কাজ করবেন না তা হওয়া উচিৎ না।

১৩ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: তাদের এই মূর্তি নিয়ে আন্দোলন করার একটি গভীর রহস্য আছে। সেটা হলো এটার মাধ্যমে বুঝিয়ে দেয়া যে, জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, ওগুলোও মূর্তি, ওগুলোও সরাতে হবে।

কামাল আতাতুর্ক হোন প্রয়োজনে, মোল্যাদের রাজনীতি বন্ধ করে দিন, মৌলবাদ ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিন, হিজাব যা আমাদের সংস্কৃতির ধারক-বাহক নয় তা নিষিদ্ধ করুন আইন করে তাহলেই আমাদের স্বকীয়তা রক্ষা পাবে।

প্রিয় প্রধানমন্ত্রীর দ্বারা আর সেটা সম্ভব নয়, কারণ অনেক।

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৮

মোহাম্মদ বাসার বলেছেন: কিন্তু বাস্তব পরিস্থিতি যে সরকারের অনুকুলে নেই সে কথা বলা যাবে না। আমি মনে করি শাপলা চত্তরের ঘটনার মত স্টিমরোলার চালাইলেই মোল্লারা ওল্লা সেজে গর্তে লুকাবে। হাসিনাকে এখানে একটু সাহসী হতে হবে এই যা।

২| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জাহিদ হাসান বলেছেন: সৌদি আরবের ৮৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সবচেয়ে বড় প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।
এই খবর জানতাম না। অবাক হচ্ছি এই পোষ্টটা পড়ে। এই খবর বাংলাদেশের কোন পত্রিকায় দেখেছি বলে মনে হয় না। খবরটি আসলেও মনে হয় আমার চোখ এড়িয়ে গেছে। ভালো থাকবেন। ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ বাসার বলেছেন: বাংলাদেশে ভাষ্করয্য নিয়ে সমস্যার পরে সৌদি বাদশাহ্‌র এই ছবি এখন ভাইরাল ভাইসাহেব। আপনি গুগলে যেয়ে সার্চ দিলে সোনালী নিউজের মূল রিপোর্টটা কালার প্রিন্টেও দেখতে পারবেন।

দেখুন কোন ধর্ম নিয়েই আমার বিদ্বেষ নেই। কিন্তু ধর্ম যদি কোন জাতির স্বকীয় সংস্কৃতিতে আঘাত করে সমস্যা তাহলে সেখানেই। সৌদি আরব যেখানে মুর্তি বানাচ্ছে সেটা নিয়ে কোন দেশের হুজুরের মাথা ব্যাথা নেই সেক্ষেত্রে আমাদের দেশের ব্যাপার নিয়ে তেনা মোল্যাদের সমস্যাটা কোথায়?

সরকারের উচিৎ কঠোর হস্তে এই সমস্ত আগাছা উপড়ে ফেলা।

ধন্যবাদ ভাই। ভাল থাকবেন নিরন্তর।

৩| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৭

নতুন নকিব বলেছেন:



মোহাম্মদ বাসার,
তোমার মতের বিরুদ্ধে গেলেই সেই সব কমেন্ট মুছে দিবা আর মুক্ত প্লাট ফর্ম মনে করে ব্লগে ধর্মবিদ্ধেষ ছড়াতে থাকবা এটাতো হতে পারে না। তোমার মত ছ্যাবলা সামু ব্লগের ইতিহাসে দ্বিতীয়টির সন্ধান পাওয়া যায় নি। তুমি যদি তওবা করে ধর্ম বিদ্ধেষ পরিত্যাগ করে সত্যের পথে আসতে এগ্রি কর, তাহলে তোমার সাথে কোন বিরোধ নেই, অন্যথায় তোমার গতকালের সকল কমেন্টস এবং প্রত্যুত্তরে তোমার দেয়া বস্তা বস্তা অখাদ্য বাসী জিনিষ তুমিসহ ব্লগবাসীগন হুবহু গতকালের চেহারায় আবার দেখবে। মনে কর না, কমেন্ট মুছে দিয়েছ বলেই সব শেষ, প্রত্যেকটি জিনিষ দাঁড়ি কমাসহ এমনকি রাসূলকে দেয়া তোমার গালিগালাজ, তাঁর পবিত্র চরিত্র হননের হীনপ্রচেষ্টার মত ধর্মদ্রোহিতা সব কিছুই যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। সুতরাং, আহবান জানাচ্ছি, যদি তুমি মনে করে থাক, ভুলক্রমে এসব করে ফেলেছ, দু:খ প্রকাশ করে মন্তব্যে আস। ধর্মদ্রোহিতা ছেড়ে দাও। তোমার প্রতি ধর্মপ্রান মানুষের কোন ক্ষোভ থাকবে না।

তোমার এই ব্লগে প্রথমে তুমিই কিন্তু ক্যাচাল শুরু করছিলা।

প্রমান দেখ,

আমি কমেন্ট করেছিলাম-

@২. ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮০
নতুন নকিব বলেছেন:

মোহাম্মদ বাসার বলেছেন- ''মোল্যাদের রাজনীতি বন্ধ করে দিন, মৌলবাদ ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিন, হিজাব যা আমাদের সংস্কৃতির ধারক-বাহক নয় তা নিষিদ্ধ করুন আইন করে তাহলেই আমাদের স্বকীয়তা রক্ষা পাবে।''

---মুসলমান হয়ে থাকলে এই লোকের তওবা করে আবার কলেমা পড়া দরকার। কিন্তু আমাদের যে শক্ত ঈমান, একেবারে জোলায়খা বিবির টেকসই অযুর মত! দশ বার বায়ু ছাড়ার পরেও যেমন জোলায়খা বিবির মতে তার অযু ঠিকই থেকে যায়, আমরাও সেরকম। যত কুরআন বিরোধী আর ধর্ম বিদ্ধেষী হই না কেন, যত কুরআন বিরোধী আল্লাহ বিরোধী কুফরি কথাবার্তাই মাতি না কেন ঈমান আমাদের যায় কোথায়!!! ইহাকে ধরিয়াছি!!!! বেজায় মজবুত ইহা!!!! স্টেইনলেস স্টীল!!! শতবর্ষেও ক্ষয় নেই!!! মরিচা ধরে না!!! ছি!!!! ছি!!!! লজ্জা হয়, লেজকাটা নামধারী মুসলমান কিংবা ভেকধারী বর্নচোরা দেখলে!!!@

তুমি উত্তর দিয়েছিলে ধর্মবিদ্ধেষ ছড়ানোর মাধ্যমে-

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২০
লেখক বলেছেন: আমি নিজের পরিচয় মানুষ তাতেই গর্বিত। এমনকি মা বাবার কারণে আমার যে নাম তা নিয়েও মাথা ব্যাথা নেই। ভুল করে যে আরবী শিক্ষা হয়েছিল তা নিয়েও আমার কোন আনন্দ নেই। কারণ নিজের পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা ও পরবর্তী সময়ে পালক পুত্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আইন চেঞ্জ করা এবং ৫২/৫৩ বছর বয়সে ১০/১১ বয়সের নাবালিকা শিশুকে বিয়ে করা সুস্থ মানুষের লক্ষণ নয়। যিনি এসব করেছিলেন তাকে অন্যলোক যাই ভাবুক আমি তাকে শঠ, প্রতারক, ভণ্ড, লুচ্চাই বলব। আপনার মত হ্যাদারাম কি ভাবলো তাতে কিছু যায় আসে না।

সুতরাং পথে ফিরে আসো।

তোমার মঙ্গল কামনা করব।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

মোহাম্মদ বাসার বলেছেন: জনাব নতুন নকিব, আপনার আমার মতের বিরুদ্ধ কোন মত থাকলে আপনি নিজে লিখুন। অন্যের ব্লগে এসে খারাপ ভাষা ব্যবহার অশোভনীয়। আপনি ভাল না লাগলে না পড়লেন, আপনাকেতো কেউ বাধ্য করেনি আমার পোস্ট পড়তে। আগ বাড়িয়ে ঝগড়া করতে আসছেন কেন?

আর ভাল কথা আমি ভাই ছাপোষা মানুষ দেশে ও বাইরে দুই জায়গায়ই থাকি। মাঝে মাঝে সুপ্রীমকোর্টের বারান্দায় একটু দেশে গেলে ঘোরাঘুরি করি কারণ ওটাই আমার পেশা। দেশে আসচি কয়েকদিনের মধ্যেই। এর আগে দোস্ত বলেছিলেন, তাই ভাবছি আপনার সাথে দেখা করব, প্লিজ ঠিকানাটা দিলে কৃতার্থ হব। ধন্যবাদ।

দুকাপ চাতো একসাথে বসে আমরা খেতেই পারি কি বলেন?

৪| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

নতুন নকিব বলেছেন:



"১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮ ০
লেখক বলেছেন: বাংলাদেশে ভাষ্করয্য নিয়ে সমস্যার পরে সৌদি বাদশাহ্‌র এই ছবি এখন ভাইরাল ভাইসাহেব। আপনি গুগলে যেয়ে সার্চ দিলে সোনালী নিউজের মূল রিপোর্টটা কালার প্রিন্টেও দেখতে পারবেন।

দেখুন কোন ধর্ম নিয়েই আমার বিদ্বেষ নেই। কিন্তু ধর্ম যদি কোন জাতির স্বকীয় সংস্কৃতিতে আঘাত করে সমস্যা তাহলে সেখানেই। সৌদি আরব যেখানে মুর্তি বানাচ্ছে সেটা নিয়ে কোন দেশের হুজুরের মাথা ব্যাথা নেই সেক্ষেত্রে আমাদের দেশের ব্যাপার নিয়ে তেনা মোল্যাদের সমস্যাটা কোথায়?

সরকারের উচিৎ কঠোর হস্তে এই সমস্ত আগাছা উপড়ে ফেলা।

ধন্যবাদ ভাই। ভাল থাকবেন নিরন্তর।"


-উপরোল্লেখিত জাহিদ হাসান -এর কমেন্ট এর উত্তরেও তুমি স্ব-বিরোধী কথা বলেছ। একবার বলেছ, 'দেখুন কোন ধর্ম নিয়েই আমার বিদ্বেষ নেই।' আবার একটু পরেই ধর্মবিদ্ধেষ ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছ- 'সরকারের উচিৎ কঠোর হস্তে এই সমস্ত আগাছা উপড়ে ফেলা।' -বলে।

বলি, এক মুখে কত রকম কথা বলা মানায়?

আর শোনো, সত্যিকারভাবে একবার ভেবে বলতো, আগাছা কারা? ধর্মপালনকারীগন? নাকি ধর্মের গন্ডির বাইরে নিরন্তর উদভ্রান্ত; অভদ্রাচার অনাচার অযাচার অবিচারে মত্ত অশালীনগন?

তোমার মুখের লাগাম টেনে কথা বলার জন্য অনুরোধ করছি।

জনগনের ভোট দেয়ার সুযোগ চাওয়ার মত, তোমার মঙ্গল কামনা করার সুযোগ চাই

৫| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

নতুন নকিব বলেছেন:



তোমার পোস্টের মূল প্রতিপাদ্য নিয়ে দুর্ভাগ্যজনকভাবে কথা বলতে পারি নি।

তোমার ক্যাচালপ্রিয়তা আর সীমাহীন ধর্ম বিদ্ধেষ হয়তো এর পেছনে দায়ী। তুমি প্রথমে রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বলে উস্কানি দিয়েছ। বার বার কমেন্ট মুছে দিয়েছ। তুমি 'ইউনিয়ন' -এর দু'টি কমেন্ট মুছে দিয়েছ। সর্বশেষ, আমার সব কমেন্ট মুছে দিয়েছ। তোমার মত অভদ্রদের মুক্ত মঞ্চ সামুতে না এসে উটপাখির মত বালুতে মাথা ঠুকে পড়ে থাকা শ্রেয়।

এখন বলছি, মূর্তিপ্রিয় তুমি হয়তো ধর্মের চার পাশের কেউ না বলেই, কষ্ট করে সৌদি আরবের বালুকাময় উষর ধুসর মরুভূমি ঘেঁটে এই সাইনবোর্ডখানা বহন করে এনেছ। আহ! কত কষ্ট বেচারা করেছেরে!! কিন্তু, পন্ডিত! আসল ঘটনা কি জানো? আসল ঘটনা হচ্ছে, বিশ্বব্যাপী ইসলাম ধর্ম পরিচালিত হয় কুরআন হাদিসকে দলিল মেনে; সৌদি আরব কিংবা অন্য কোন দেশ জাতি অথবা ব্যক্তির কালচার, রিচুয়ালে ইসলামের কিছু যায় আসে না।

সুতরাং হাম্বা হাম্বা করে যতই চ্যাচামেচি কর, যারা জানে তোমার এইসব সাইনবোর্ড তাদের বিশ্বাসে চীর ধরাতে পারবে না।

আর প্রতাড়নার জন্য বানানো তোমার নিকটা দ্রুত চেঞ্জ করে নাও।

যে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দৃষ্টিতে এতই নিকৃষ্ট, এতই খারাপ, এতটাই জঘন্য তাঁর পবিত্র নাম তোমার মত কুলাঙ্গারের ব্যবহার করার কোন অধিকার নেই। তোমার নামের সাথে তার নাম এখনও যুক্ত থাকাটা কি একথা প্রমান করে না, তুমি একটা নিরেট বদমাশ, ধর্মহীন কুলাঙ্গার, বর্নচোরা ইতর, নির্ভেজাল মিথ্যেবাদি, আপাদমস্তক জারজ, বংশগতভাবে অপয়া, আগাগোড়া ইডিয়েট ননসেন্স?

তোমার মত পন্ডিতরে আকারে ইঙ্গিতে বললে হয়তো লাভ নেই। একটা উদাহরন দেই- কান খাড়া করে শোনো, মনে কর, ফেরাউনকে তুমি ঘৃনা কর। তার নামটা তোমার নামের সাথে এক সেকেন্ড সময়ের জন্য যুক্ত হোক, এটা কি তুমি মেনে নিবে? মনে হয়, তুমি বলবে- 'অবশ্যই নয়'। তাহলে যার প্রতি তোমার এত এত ঘৃনা উগড়ে পড়ছে, তাঁর নামটি তোমার নামের সাথে থাকা প্রমান করে, তুমি প্রবঞ্চক, প্রতারক, ধর্মবিদ্ধেষী শয়তানের দোসর ছাড়া কিচ্ছু নও।

যদি এগুলোকে মেনে নিতে না চাও তাহলে তোমার ভেকধারী নিক পাল্টে আসল চেহারা দেখিয়ে দাও। বলে দাও যে, 'কোন ধর্মের আমি কেউ নই, ধর্মে আমার আজন্ম বিদ্ধেষ, আমি জারজ'। অন্যথায় আল্লাহর প্রিয় রাসূলকে নিয়ে বাজে কথা বলায় নি:শর্ত ক্ষমা প্রার্থনা কর ব্লগের সকলের কাছে। ক্ষমা তোমাকে চাইতে হবে। চাইতেই হবে। তোমার পান্ডিত্যের দৌড় যেখানে শেষ, ব্যাটা, সেখান থেকে অনেকের যাত্রা শুরু হয়!!!! তুমি ইংলিশ ফুটাতে চেয়েছিলে না!!!! কই তোমার সে ইংলিশ ফিংলিশ ফুরিয়ে গেল!! এত দ্রুত!!!! কমেন্ট মুছে দিয়েছ, আর ভেবেছ, ঝড় শেষ!!!!

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চরিত্র হননের চেষ্টায় তোমার মন্তব্য-

"আমি নিজের পরিচয় মানুষ তাতেই গর্বিত। এমনকি মা বাবার কারণে আমার যে নাম তা নিয়েও মাথা ব্যাথা নেই। ভুল করে যে আরবী শিক্ষা হয়েছিল তা নিয়েও আমার কোন আনন্দ নেই। কারণ নিজের পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা ও পরবর্তী সময়ে পালক পুত্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আইন চেঞ্জ করা এবং ৫২/৫৩ বছর বয়সে ১০/১১ বয়সের নাবালিকা শিশুকে বিয়ে করা সুস্থ মানুষের লক্ষণ নয়। যিনি এসব করেছিলেন তাকে অন্যলোক যাই ভাবুক আমি তাকে শঠ, প্রতারক, ভণ্ড, লুচ্চাই বলব। আপনার মত হ্যাদারাম কি ভাবলো তাতে কিছু যায় আসে না।"

লুকিয়ে থেকে লাভ নেই, ক্ষমা চেয়ে ধর্মদ্রোহিতার অপরাধ থেকে নিজেকে বাঁচাও, এতেই তোমার কল্যান।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

মোহাম্মদ বাসার বলেছেন: হাহাহা! ভাই তুই এত ক্ষেপছোস ক্যান? দেশে আইলে তোর লগে কোলাকুলি করুম ভাবছি।

৬| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৫

এ আর ১৫ বলেছেন: নতুন নকিব ------ ইসলামে ধর্ম দ্রোহিতার শাস্তি কি ??? ( সে যদি সমর যুদ্ধে লিপ্ত না হয় )
ইসলামে ধর্ম বা নবী রসুলের অবমাননার কি কোন শাষ্তি আছে ???

উত্তর ----- নেই প্রকৃত ইসলামে কিন্তু আপনার অন্তরের ওহাবি সালাফি চেতনায় শাস্তি আছে । আপনি যদি প্রকৃত মুসলমান হন তাহোলে ডিভাইনের নির্দেশ মানতে আপনি বাধ্য কিন্তু আপনি তো ডিভাইন মানেন না মানেন শুধু হাদিস । আমি যদি বলি আপনি ই দায়ি তাকে কটু উক্তি করতে বাধ্য করার --- ডিভাইন অনুযায়ি তো আপনার ইগনোর করার কথা কিন্তু আপনি তো বেশি লাফাচ্ছেন বা কোরান বিরুধী কাজ কোরছেন । এখন দেখুন কোরান ইসলাম অবমাননা কারি সম্পর্কে কি বলেন -----

১)বিদ্রুপকারীদের জন্য আমিই আপনার পক্ষ থেকে যথেষ্ট" (সুরা আল হিজর:৯৫)
--- তার মানি হোল বিদ্রুপকারির শাস্তি আল্লাহ আখেরাতে দিবেন, দুনিয়াতে কোন শাস্তি নাই ।

২)সুরা মোজ্জামেল ( ৭৩--১0 ) কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
------ এড়িয়ে যেতে বোলছে কিন্তু আপনি এড়িয়ে না গিয়ে আরো বেশি বাড়াবাড়ি কোরছেন , তার মানি আপনি এই আয়াত লংঘন কোরলেন ।
৩)সুরা নিসা আয়াত ১৪0- আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।
----- এড়িয়ে যেতে বোলছে কিন্তু আপনি এড়িয়ে না গিয়ে আরো বেশি বাড়াবাড়ি কোরছেন , তার মানি আপনি এই আয়াত লংঘন কোরলেন
ইসলাম অবমাননার ক্ষেত্রে কোরানের উপদেশ !!

৭| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

এ আর ১৫ বলেছেন: ঐ লোককে ইসলাম ও নবী সম্পর্কে কটুক্তি করার জন্য নতুন নকিব ই দায়ি --- তার এই বক্তব্য তাকে কটুক্তি করতে বাধ্য করেছে কিন্তু নতুন ওহাবি কোরানের নির্দেশ অমান্য করেছে .....
মুসলমান হয়ে থাকলে এই লোকের তওবা করে আবার কলেমা পড়া দরকার। কিন্তু আমাদের যে শক্ত ঈমান, একেবারে জোলায়খা বিবির টেকসই অযুর মত! দশ বার বায়ু ছাড়ার পরেও যেমন জোলায়খা বিবির মতে তার অযু ঠিকই থেকে যায়, আমরাও সেরকম। যত কুরআন বিরোধী আর ধর্ম বিদ্ধেষী হই না কেন, যত কুরআন বিরোধী আল্লাহ বিরোধী কুফরি কথাবার্তাই মাতি না কেন ঈমান আমাদের যায় কোথায়!!! ইহাকে ধরিয়াছি!!!! বেজায় মজবুত ইহা!!!! স্টেইনলেস স্টীল!!! শতবর্ষেও ক্ষয় নেই!!! মরিচা ধরে না!!! ছি!!!! ছি!!!! লজ্জা হয়, লেজকাটা নামধারী মুসলমান কিংবা ভেকধারী বর্নচোরা দেখলে!!!@
নতুন নকিব কোরানের নির্দেশ লংঘন করেছে !!!!!!

৮| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯

মোহাম্মদ বাসার বলেছেন: আমার পোস্টে আমি অনাকাঙ্ক্ষিত, অসৌজন্যমূলক মন্তব্য মুছেই দিতে পারি যেহেতু এটা আমার পোস্ট। আর সামহোয়্যারইন আমাকে সেই ক্ষমতা দিয়েছে।

ধুন্যবাদ।

৯| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

নতুন নকিব বলেছেন:



এ আর ১৫,
মূর্তিওয়ালা বড় মুফতি সাহেব দেখছি এসে গেছেন! মাফ করবেন ভাই, আপনার একচোখা ফালতু ফতোয়ার প্রয়োজন মনে করছি না।

আপনি তো একতরফা আমার মন্তব্যটা তুলে ধরে আমাকে দায়ী বলে দিলেন। আমি 'মোহাম্মদ বাসার' -এর যে আপত্তিকর (''মোল্যাদের রাজনীতি বন্ধ করে দিন, মৌলবাদ ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিন, হিজাব যা আমাদের সংস্কৃতির ধারক-বাহক নয় তা নিষিদ্ধ করুন আইন করে তাহলেই আমাদের স্বকীয়তা রক্ষা পাবে।'') কথার কারনে এই মন্তব্যটা দিয়েছিলাম সেটা আপনার চোখে পড়ল না, জনাব মুফতি সাহেব? নাও পড়তে পারে। ইতিপূর্বে আপনাকে মূর্তি আর ভাস্কর্যের পক্ষে বিভিন্ন ব্লগে সাফাই গাইতে দেখেছি। হাদিস পরিত্যাগের ফতোয়া দিতে দেখেছি। সুতরাং আপনার সম্মন্ধে নতুন করে জানার আগ্রহ নেই। আপনি যে কি জিনিষ, ধারনা করি, সামু ব্লগের প্রত্যেক জিনিয়াস আপনাকে জানেন। আপনার অসংখ্য বিভ্রান্তিমূলক লেখা তার প্রমান বহন করে।

আপনার মঙ্গল কামনা করছি।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২

মোহাম্মদ বাসার বলেছেন: জনাব নতুন নকিব অসংখ্য জিনিয়াসের মধ্যে কি আপনিও আছেন?

একটু হেসে নেই। হুহুহু!

আচ্ছা বাদ দিন। ঠিকানা দিতে বললাম চায়ের দাওয়াতের জন্য। সারা শব্দ নেই কেন?

১০| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

নতুন নকিব বলেছেন:



মোহাম্মদ বাসার,
অভিনন্দন!
আল্লাহর কসম করে বলছি, সব কষ্ট ভুলে যাব, সব দু:খ মন থেকে মুছে ফেলব, আপনার পা ছুঁয়ে সালাম করব - আপনি শুধু ধর্মবিদ্ধেষ থেকে দূরে সরে আসুন। কেনরে ভাই, বেহুদা ধর্মের পেছনে লাগতে যাবেন? ধর্মীয় শিক্ষায়তন বন্ধের সুপারিশ, মোল্যাদের রাজনীতি বন্ধ করার বায়না, হিজাব নিষিদ্ধ করার আবদার -এগুলো কেন বলতে যান? আপনার পোস্ট থেকে দয়া করে এই জাতীয় কথাগুলো ঝেড়ে কেঁটে ফেলে দিন। আমি একটা কথা যদি আর বলি!

পুনশ্চ:,
আপনি যদি দয়া পরবশ হয়ে আমার অনুরোধ রক্ষা করেন, তাহলে কথা দিচ্ছি, আপনার সাথে শুধু চা নয়, সুপ্রিমকোর্টের বারান্দায় বুকে বুক মিলিয়ে কোলাকুলি করব, ইনশাআল্লাহ।

আর অনুরোধ যদি রক্ষা হয়, তাহলে দ্বিতীয় অনুরোধ থাকল, আমাকে ভাই অথবা মানুষ হিসেবে মাফ করবেন। আমার হয়তো আপনাকে কথা দিয়ে কষ্ট দেয়া ঠিক হয় নি। কিন্তু, সত্যি কথা ভাই, নবীজীর চরিত্র নিয়ে কথা উঠলে এ হতভাগার মাথা বিগড়ে যায়।

তৃতীয় অনুরোধ, এই কমেন্টসহ অাপনার দৃষ্টিতে আপত্তিকর সকল কমেন্ট আপনি মুছে দিন।

ভাল থাকুন।

১১| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭

এ আর ১৫ বলেছেন: নতুন নকিব ====== আপনার একচোখা ফালতু ফতোয়ার প্রয়োজন মনে করছি না।

------- আপনি যে কোরান লংঘনকারি এই বক্তব্যই তার প্রমাণ । অবশ্যই কোরানের আয়াতের ব্যপারে আমি একচোখা !!!! কোরানের আয়াতের উদাহরন আপনার নিকট ফালতু ফতুয়া !!!!!! আমি তো কোরানের আয়াতের বাহিরে কি কোন কথা বলেছি ??? কোরানের আয়াতের ব্যাখা আপনার কাছে ফালতু ফতুয়া !!!!!!! ??????????---- তা হোলে তো আপনি মস্ত বড় কোরান অবমাননা কারি আর আপনি আসছেন আরেক জনের ধর্ম অবমাননা নিয়ে লেকচার মারতে !!!!

নিয়ে আসেনা আপনার হাদিস ধর্ম অবমাননা কারির শাস্তির ব্যপারে এবং আমি ও প্রমাণ দেখাবো সেগুলো কোরানের সাথে মিলে কিনা । কোরানের আয়াতের ব্যাখাকে যে বলে ফালতু তার চেয়ে বড় ধর্ম অবমাননা কারি আর কে থাকতে পারে । তাই আপনি অন্যকে তোবাহ করার আহবান না জানিয়ে নিজে আগে তোবাহ করেন ।
কোরান লংঘনকারি, কোরান অবমাননাকারি ধর্ম বিদ্রুপ কারি আরেক জনরে কয় ধর্ম অবমাননা কারি !!!!!!! ভুতের মুখে রাম নাম !!!!!!

১২| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯

নতুন নকিব বলেছেন:



মোহাম্মদ বাসার,
দু:খিত, ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছি। আপনার-আমার-আমাদের, প্রত্যেকের মঙ্গলের জন্যই আমাদের এইসব প্লাটফর্ম, অনলাইন পোর্টাল, ব্লগ বাড়ি -এগুলোতে ব্যক্তি পরিচয় না দেয়াটাই উত্তম। আপনার সাথে আমার এই কথোপকথনের ভেতরে ঢুকে তৃতীয় আরেকজন যাতে কোন অবৈধ কিংবা অনাকাঙ্খিত ফায়দা হাসিলের চেষ্টা করতে না পারে সে জন্যই এই সতর্কতা আমাদের সম্ভবত: থাকা প্রয়োজন। ভাই, পৃথিবী অনেক জটিল জায়গা। পবিত্র কুরআনে এসেছে- 'পার্থিব জীবন ধোঁকা প্রতাড়নার বস্তু বৈ কিছু নয়'।

কমেন্টের উত্তর দর্শনে মজা পেলুম-

"১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭ ০
লেখক বলেছেন: হাহাহা! ভাই তুই এত ক্ষেপছোস ক্যান? দেশে আইলে তোর লগে কোলাকুলি করুম ভাবছি।"

-আমি তো আজকে 'তুই' বলি নি। 'তুমি' বলেছি হয়তো। প্রত্যুত্তরে 'তুই' কেন, দোস্ত?

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



এই মিঞা 'এ আর ১৫',
আপনি পাগলের মত এখানে লাফালাফি করছেন কেন? আপনাকে না ২ টা বড় বড় দায়িত্ব দেয়া হয়েছিল! সেগুলোর কতদূর করেছেন? না আবার দায়িত্বে অবহেলার কারনে 'শো কজ' দিতে হবে?

দায়িত্বগুলো মনে আছে তো? না, মনে করিয়ে দিতে হবে? আচ্ছা, দিচ্ছি তবে-

২১. ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:০১ ০
নতুন নকিব বলেছেন:
@@এ আর ১৫ বলেছেন: নতুন নকিব বলেছেন --- সুর্য,চন্দ্র,গাছ এবং গরু আল্লাহর সৃষ্ঠি জীব !!!!!!!!!!! ------- সুর্য ও চাদ হয়েছে জীব !!!!!!!!!
নাট বল্টু গুলি বোধ হয় সব গেছে !!!!!@@

এ আর ১৫,
--দোস্ত!, আমনে একটা বলদ নাকি? আমনারে তো আগেই কইছিলাম বানান টানান দেইখ্যা দুইখ্যা লেইখ্যেন! কি কইছিলাম না? আবারও তো আমনে লিখছেন- 'নাট বল্টু'। 'নাট বোল্ট'ও চিনেন না? 'বোল্ট' রে 'বল্টু' বানান আবার আকাশ বাতাস কাঁপাইয়া পন্ডিতি জাহির করেন! আমনে আমার কেমন যে দোস্ত!

আর হুনেন দোস্ত! চন্দ্র সূর্যরে জীব কইয়া না হয় আমি একখান মহাভারত অশুদ্ধ কইরাইলাইছি, হ্যাতে কী এমুন দোষ অইল? জীব না কইলেও হ্যাগোরে স্রষ্টার গড়া 'সৃষ্টি' 'মাখলূক' তো কইবেন!! না হেইডাও কইতে রাজি না? না, ভাস্কর্যের নামে মূর্তি যেমন আমনে বানাইতে পারেন, চন্দ্র সূর্যরেও নিজের সৃষ্টি দাবি করতে চান?

দোস্ত! আপনি রাগ কইরেন না!! আর কাউরে না দিলেও এই ব্লগে আমনার বিভিন্ন লেখায় আমনার হৃদয়ের যেই আকুল আঁকুতি দেখতাছি, তাহা দেইখ্যা আমগোর আর সইয্য অয় না। আমনারে ইসপিশিয়াল পারমিশন একখান দেওয়া হইল! আমনে ইচ্ছা কইরলে আপাতত: এই কাজগুলান অনায়াসে করিতে পারিবেন-

এক. ভাস্কর্য নাম দিয়া চালাইয়া দিবেন!!!! তামাম বিশ্বকে মূর্তি দিয়ে সয়লাব করার লাইগ্যা জান ফেদা কসরত চালাইতে পারিবেন!!!! ভাস্কর্য নাম প্রদান কইরা মূর্তির আরাধনা আরম্ভ কইরতেও আমনে পারমিটেড!!!! (নাউজুবিল্লাহি মিন জালিক)।

দুই. বিশ্বব্যাপী, বিশেষ কইরা মুসলিম দেশগুলানে 'ভ্যালেন্টাইনস ডে' 'লাভ ডে' 'কিস ডে' 'হ্যাগ ডে' 'টাচ ডে' 'বদমাশি ডে' ইত্যাদি ফষ্টি নষ্টি যত দিবস ফিবস আছে, সবগুলানরে আবশ্যকীয়ভাবে পালনের সরকারি নির্দেশনা জারি করানোর জন্য জান পরান কুইরবান কইরতে পারেন। (নাউজুবিল্লাহি মিন জালিক)।

দোস্ত আপাতত: আমনে এই মহান কাজগুলোর আঞ্জাম দিতে থাহেন। হেরপরে আপনার লাইগ্যা নতুন বিষয় কি সিলেক্ট করন যায়, হেইডা আমরা সময়মতন পর্যালোচনা কইরা দেহুম নে।

কী দোস্ত, এহন খুশি অইছেন তো???

১৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩

নতুন নকিব বলেছেন:



মোহাম্মদ বাসার,
নিরব কেন, দোস্ত?
মানবতার মুক্তির দিশারী, জগতের আলো, দুই জাহানের নেতা, নবীকূল শিরোমনী আমার প্রিয়তম রাসূল, যার চারিত্রিক সার্টিফিকেট কুরআন দিয়েছে- ১. 'ইন্নাকা লাআলা খুলুকিন আজীম' - অর্থ: 'নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত' ২. 'লাক্কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ' - অর্থ: 'অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের চরিত্রে রয়েছে সর্বোত্তম আদর্শ' বলে।

যে রাসূল তাঁর ব্যক্তি জীবনের সমস্ত সুখ শান্তি আরাম আয়েশকে এই উম্মতের কল্যানের জন্য, বিশ্ব মানবতার মুক্তির বারতা বিশ্বময় ছড়িয়ে দেয়ার জন্য স্বেচ্ছায় পরিত্যাগ করেছিলেন। যিনি খেলেন না! রয়ে গেলেন অভূক্ত! পেটে বেঁধে রাখলেন পাথর খন্ড! তিন দিন পর্যন্ত যার ঘরের চুলোয় আগুন জ্বলতো না কখনও কখনও! আল্লাহর সেই প্রিয়তমকে লোভী বলা কি মানায়! শত আঁঘাত সয়েও যিনি প্রত্যাঘাত করতেন না! মন্দের বদলা যিনি মন্দ দিয়ে দিতেন না! আহ! কী অপরুপ তাঁর চরিত্র! কী নির্মোহ, কী অনুপম, কী মহান, কী মহিয়ান, কী তুলনাহীন তাঁর আদর্শ!!!

হযরত আনাস রাদিআল্লাহু তাআলা আনহু। দশ বছরের শিশু বাচ্চা। নবীজীর খেদমতে এলেন। কাটিয়ে দিলেন দশটি বছর। অত:পর এই আনাস রাদিআল্লাহু তাআলা আনহু। বললেন। "এই দশটি বছরে। কোন দিন। একটি বার। আল্লাহর রাসূল। আমাকে ধমক দেন নি। কখনও বলেন নি। আনাস, কেন এটা করেছ কিংবা কেন কর নি।" হায় হায়! চাকর থেকে, গোলাম থেকে এ মানের সার্টিফিকেট অর্জন করা! এও কি কোন মানুষের পক্ষে সম্ভব!!!

সমগ্র আরব যখন ইসলামের আবির্ভাবের কারনে রাসূলের প্রতি রুষ্ঠ, ক্ষুব্ধ, শত্রু ভাবাপন্ন সেই সময়েও তার চরিত্রের নিষ্কলুসতার ব্যাপারে সকল অারব ছিলেন সন্দেহেরও উর্দ্ধে।

'আল আমীন' -এই নামটিও তো ওদেরই দেয়া!

দোস্ত, আসুন- এই আল্লাহর প্রিয়তমকে আমরাও প্রিয়তম করি! দুনিয়া আখিরাতের মুক্তির আশায় বুক বাঁধি।

ভাল থাকার প্রত্যয়ে।

১৫| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

এ আর ১৫ বলেছেন: নতুন নকিব যত ফাল পাড়েন আর তাল বাহানা করেন আর কথা ঘুরানোর চেষ্টা করেন,,,, আপনার কোরান সম্পর্কের কটুক্তি আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। আরেক জনকে গর্থে ফেলতে গিয়ে যে নিজে খাদে পোরেছেন সেই ঠেলা সামলান আগে প্রসঙ্গ পাল্টাবার পায়তারা করে কোন লাভ হবে না।

১৬| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

নতুন নকিব বলেছেন:



এ আর ১৫,
কাজ না পেলে দুব্বা ঘাস তুলে চিবাতে পারেন।

১৭| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৬

চুঙ্গ্গামামা বলেছেন: চুদতে থাক, আরও জোরে জোরে ঘইষা ঘইষা একটা আরেকটারে চুদতে থাক।

১৮| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২

জাহিদ হাসান বলেছেন: সরকারের উচিৎ কঠোর হস্তে এই সমস্ত আগাছা উপড়ে ফেলা।
এই কথাটা যদি হেফাজতে ইসলাম ও কওমী মাদ্রাসার জন্য বলে থাকেন ,তবে সমর্থন জানাই।
এই কথাটা যদি আলিয়া মাদ্রাসা ও সাধারন ধর্মপ্রাণ মানুষদের জন্য বলে থাকেন, তবে সমর্থন জানাই না ।

ভালো থাকবেন,
অনেক সাহস নিয়ে কথাগুলো বলেছেন। উগ্রবাদীদের সামনে দাড়িয়ে সত্য কথা বলাটাও অনেক বড় বীরত্বের কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.