নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

আমার খবর নিও

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৬



বন্ধু তুমি দূরের আকাশ ছুঁয়ো
তেপান্তরের মাঠখানাতে
একটু হলেও যেও,
চুপি চুপি এস আমার কাছে
ভালবাসা থাক বা না থাক
আমার খবর নিও।

সেইযে কত দিন কাটিল
ভুলেই গেছি ঠোঁটের কোণের
কালো তিলের দাগ,
একটু খবর নিও না হয় আমার
হোকনা আবার গোপন অভিসার;
বন্ধু তুমি আমার খবর নিও,
আমার খবর নিও---

১৬ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

পথে-ঘাটে বলেছেন: সুন্দর লিখেছেন।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আপনার প্রশংসার জন্য, ভাল থাকুন।

২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৯

আলপনা তালুকদার বলেছেন: সুন্দর !!!!!!!

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০২

মোহাম্মদ বাসার বলেছেন: বলেছেন: ধন্যবাদ, কিন্তু আমি আসলেই বুঝিনা আমার কবিতায় কালো তিল বার বার কেন আসে? কেউ হয়ত জানে। আসলেই কি জানে----

৩| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

ধ্রুবক আলো বলেছেন: খবর নিবে একদিন, নিশ্চিত
কবিতা ভালো লাগলো +

১৭ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ বাসার ,




কবিতার চেয়েও গানের লিরিক হিসেবে বেশ মানান সই ।
ভালো লিখেছেন ।

১৭ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার কথায় উৎসাহিত হচ্ছি। আমার গানের গলা নেই সে জন্য অনেক আক্ষেপ। গান লিখে যদি সে অভাবটা কিছুটা পূরণ হয় ক্ষতি কি?

৫| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫১

আমি মাধবীলতা বলেছেন: বাহ !! সাধারণ কথায় অসাধারন গভীরতা !! +

১৭ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ মাধবী লতা। আমার ভালবাসার মানুষটিকে আমি কবিতায় গল্পে অনেক সময় মাধবী বলে সম্বোধন করি। ভাল থাকবেন নিরন্তর।

৬| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৫

অপ্‌সরা বলেছেন: মনে হলো যেন এক গান শুনছি!

অনেক অনেক ভালো লাগা ভাইয়া!

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫০

মোহাম্মদ বাসার বলেছেন: এত মুগ্ধতা এই সামান্য কবিতায় আপনাদের কারণে আমাকে ছুঁয়ে যাবে ভাবতেই পারিনি। পথে ঘাটে, ধ্রুবক, আলপনা, আহমেদ জি, মাধবী আপনি সবাই সুন্দর সুন্দর কমেন্টে আমাকে আপনাদের প্রতি কৃতজ্ঞতার পরিমান বাড়িয়ে দিলেন। সকলের প্রতি কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.