![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অনুকাব্যঃ
অভিশাপ
উপস্থিত সকলের মত কবিতা আমারও খুব প্রিয়,
কিন্তু যারা কবির মুখ দেখে কবিতা ভালবাসে
তারা যেন এই বিষণ্ণ সন্ধ্যার পর থেকে
দৃষ্টিহীন থাকে আমৃত্যু।
এই অভিশাপ বয়ে বেড়াক সকলেই
যারা কবিতা মাপার আগে
কবিকে মেপে নেয় সহাস্যে।
১৮ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০২
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ জুন, ভাল থাকুন নিরন্তর, থাকুন কবিতার পাশাপাশি।
২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৩
উম্মে সায়মা বলেছেন: খুবই সত্য কথা।
১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ সায়মা আপা। আপা আপনি অন্য কোন মাধ্যমে লেখালেখি করলে তার ডিটেইলস দিন, আমরা ওখানেও আমাদের লেখালেখি শেয়ার করতে পারি।
৩| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫
উম্মে সায়মা বলেছেন: না ভাই। আমি অন্য কোন মাধ্যমে লেখালেখি করিনা। মাঝেমধ্যে শুধু ব্লগেই পোস্ট দেই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২
জুন বলেছেন: যারা কবিতা মাপার আগে
কবিকে মেপে নেয় সহাস্যে।
ভাই বাসার আপনি ঠিকই বলেছেন এই দুটি লাইনের মাধ্যমে ।
+