নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

খোলস

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩



ও মাটি ধরোনা মেয়ে,
ও মাটি তুমি ধুলি ভেবে মেখনা কখনো পায়ে!
ও শিশির ছুঁয়োনা,
যে জলে হয়েছে শিশির
নদীর সে জলকে তুমি ভেবেছো ঘোলা,
তাকে তুমি অপেয় ভেবে এমনকি ভিজতে দাওনি আঁচল খানাও।

তুমি চলে যাও দূরে
ঐ লোকালয়ে, খুঁজে নাও রাত্রি দ্বিপ্রহরে
লক্ষ গলির শহরে তোমার চার দেয়াল, ইটের বাড়ি;
অতঃপর দাঁড়াও আয়নার মুখোমুখি,
মুখের ভাজ থেকে সরীসৃপের খোলসের মত
তুলে ফেল একে একে আধুনিক বিতানের মোহনীয় প্রসাধন।
আঁতকে ওঠো কি তুমি খোলসবিহীন নিজেকে দেখে?
তবু প্রতিদিন তোমাকে তাতেই মানায়;
মুখোশের শহরে দামি খোলসে চাটুকার লেহন,
কি নিদারুণ প্রতারণা মুখোশ ও খোলসে।
তারপরেও তুমি আধুনিক এই শহরে
খোলসেই কি চমৎকার নিজেকে সাজাও।

২১শে মার্চ ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর। খোলসেই আজকাল সবাই নিজেকে ঢেকে রাখতে মনে হয় পছন্দ করে।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ কবিতা ভালবেসে পাশে থাকার জন্য। আপনাদের অনুপ্রেরণা আমাকে কবিতার প্রতি আরও বেশী মোহাচ্ছন্ন করে। ভালথাকুন সবসময়ই।

২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুখোশের শহরে দামি খোলসে চাটুকার লেহন,
কি নিদারুণ প্রতারণা মুখোশ ও খোলসে।
তারপরেও তুমি আধুনিক এই শহরে
খোলসেই কি চমৎকার নিজেকে সাজাও।

অসাধারন!

মূখ আর মূখোশের ধৌঁকায় সভ্যতা!!!

+++

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। ভাল লাগায় কৃতজ্ঞতা জানবেন।

৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯

আলপনা তালুকদার বলেছেন: কবিতা ভাল হয়েছে। ধন্যবাদ।

অফটপিকঃ নিজের সম্পর্কে সবার ধারণাই একটু বেশী বেশী। আমারও তাই। তাই আমি মনে করি, আমার লেখা ব্লগের প্রথম পাতায় আসার উপযোগী, যদিও তা আসেনা। কেন আসেনা, তাও আমি জানিনা। সহযোগিতা অপশনে অভিযোগ করে কোন প্রত্যুত্তর পাইনি। তাই ঠিক করেছি, ব্লগ ছেড়ে দেব। তবে তার আগে আমি চাই আপনারা (ব্লগার, পাঠক ও ব্লগ পরিচালকগণ) আমার ব্লগটি একবার পর্যবেক্ষণ করুন। তারপর আমাকে জানান। আপনাদের মতামত নেতিবাচক হলে কথা দিচ্ছি, আর ব্লগে আসবনা। ভাল থাকবেন বন্ধুরা।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার লেখা আমি সবসময়ই পড়ি। আপনার লেখা সৃজনশীল,সামাজিক এবং মানসিক ভারসাম্যের টানাপোড়ন নিয়ে নিখুঁতভাবে বর্নিত বিভিন্ন বিষয়াদি আপনি যেভাবে তুলে ধরেন তা আমাদের নিত্যকার জীবনের অনেক সমস্যারই সমাধানের পথ দেখাতে পারে। আমি কবিতাকে যেহতু একটু বেশীই প্রাধান্য দেই তাই আপনার কিছু কিছু কবিতাও আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে বলা যায়। বেশ অনেকদিন যাবত ব্লোগ লিখছেন। এতদিনে আপনার লেখা প্রথম পাতায় রুটিন নিয়ম মেনেই চলে আসা উচিৎ। আশা করি শীঘ্রই আসবে। আপনি ধৈর্য্য হারাবেন না প্লিজ। নিশ্চয় এডমিন ব্যাপারগুলো দেখবেন। লিখে যান, আমরা পড়ছি।

কবিতা ভাললাগার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স! ঘুম থেকে উঠেই পড়লাম।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

মোহাম্মদ বাসার বলেছেন: হেহে! ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন। ভাল থাকুন, দিনটা সুন্দর হোক।

৫| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লেগেছে এটা আর বলতে!! :)

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১১

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আবারও। ভাল থাকুন।

৬| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অসাধারণ

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০২

মোহাম্মদ বাসার বলেছেন: সরি, একটু ব্যাস্ত ছিলাম, তাই রিপ্লাই দিতে দেরী হল। কবিতা ভাললাগার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

ধ্রুবক আলো বলেছেন: খোলস!! বেশ ভালো লাগলো কবিতা, ++।
অভিনন্দন কবি

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৫

মোহাম্মদ বাসার বলেছেন: অত্যন্ত দুঃখিত ব্যস্ততার কারণে উওত্তর দিতে দেরী হওয়ায়। কবিতা ভাল লাগার জন্য ভাললাগা ছুঁয়ে যাচ্ছে। ভাল থাকবেন ধ্রুবক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.