![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
বিশ বছর চলে গেল প্রিয়তমা
তোমার ওষ্ঠে ঠোঁট চেপে আছি;
মনে হয়
এইতো সবেমাত্র শুরু হলো অভিসার।
আরও বিশ বছর পরে
যখন ক্লান্তি, অবসাদ পেয়ে বসবে এ শরীর
আমাদের রুটিন মাফিক দেখা হওয়াটা
ক্যালেন্ডারের পিছনের পাতার মত
আর অতটা মনে পড়বে না,
আমাদের সেসব ইচ্ছেগুলোয়
বিশুদ্ধতা খুঁজে বেড়াবে কেউ কেউ।
শুধু আমাদেরই জানা হয়ে যাবে
ওতে কোন অশুদ্ধতা ছিল না, নেই, থাকেনা;
যে হৃদয় টানেনা শরীর
তা শুধু অলীক স্বপ্নের বাহুল্যতা
প্রথাসিদ্ধ সত্যের মোড়কে
এক মিথ্যে প্রতারণাময় জীবন।
২৮শে মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪০
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ চাঁদ ভাই, কথা সত্যি। বয়স বাড়ে অনুভূতির পরিবর্তন নেই, প্রিয়জনের প্রতি ভালবাসা থেকে যায় অমলিন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা সময়ের সাথে বদলায় না।