| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
বেশুমার অন্ধকার, 
ছাঁদের দিকে ফাঁকা জায়গাটা- ওটা জানালা;
পরিপাটি কাঁচ দিয়ে মোড়া। 
আমি কখনো কখনো শুয়ে থেকেই আকাশ দেখি
কখনো বৃষ্টি ঝরে- টুপ টাপ শব্দ,
কখনো রোদেলা দিন- সারা ঘর আলো। 
আমি মাথার উপরে আকাশের দিকে মুখ করা জানালাটায়
পর্দা দেইনি,
যেভাবে আছে সেভাবেই থাক;
লম্বা আড়াআড়ি নেমে আসা হুকটা একটু টেনে দিলেই 
ফাঁক গলে পাখির ডাক, 
চোখ খুলে তাকালেই মেঘেদের বাড়ি। 
হয়ত বৃক্ষ দেখিনা, নদী দেখিনা, দেখিনা পাহাড়ের গায়ে জমে থাকা বরফও;
কিছু অপূর্ণতার মাঝেও কতকি পূর্ণতা! -খারাপ কি?  
প্রাপ্তির খাতায় কিছু অপূর্ণতা থাক। 
সব শিল্পীরাই অপূর্ণতায় শিল্প সাজান, 
সুবোধ কিংবা অবোধ কোন প্রথাসিদ্ধ সমাধানের কথা না ভেবে
মোনালিসার দূর্বোধ্যতাকে অনেকেই শিল্প ভেবেছেন, 
ভালবেসে যারা ঘর বাঁধেনি, ছুঁয়ে যাওয়ার গোপন ইচ্ছেয় 
অনেক ফাগুন পরেও যারা বুকের ভাজে লুকনো ক্ষতের অস্তিত্ব টের পান
আপূর্ণতার হাহাকারে তারাও হয়ে ওঠেন আমৃত্যু প্রেমিক।  
এই ঘরের অনেক পূর্ণতার মাঝেও এক সীমাহীন অপূর্ণতার নাম তুমি  
যখন মেঘ হয়, বৃষ্টি পড়ে তখন মিইয়ে যাওয়া আলোতে
ঐ দূরের জানালায় তোমার অজস্র কেশগুচ্ছ হয়ে ওঠে
অপূর্ণতার একেকটি মোহন আকাশ। 
২৪শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
 
২৪ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৪:৫০
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ছবি, আপনার ভাললাগা আমাকে আরও অনুপ্রেরণায় দিক্ষিত করবে সন্দেহ নেই, ভাল থাকুন সবসময়। 
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭  দুপুর ১২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভাল লাগায় ভরপুর কবিতা