![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
বৃষ্টির কবিতাঃ
কা্ব্য প্রেমী বন্ধুদের জন্য জোড়া কবিতা, ভাল থাকুন, থাকুন কবিতার মোহন মায়ায়।
১।
আমি, সে ও জানালা
হাজার বছর বৃষ্টি ঝরুক এমন
লোকালয় সব ভেসে যাচ্ছে তুমুল বরিষণে ,
ডুবছে পুকুর, ভরছে নদী-নালা;
এত বৃষ্টি তবু তোমার হৃদয়ে নাকি চলছে ভীষণ খরা,
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁবে নাকি ধরবে দূরের আকাশ?
এই নিশীথে আমিও এক সঙ্গী-বিহীন মানুষ
তাকিয়ে থাকি বৃষ্টি দেখি দূরের জানালায়,
কন্যা তুমি গুটিয়ে নাও শাড়ির আঁচল অথবা ভেজা হাত।
ভুল করে কি জ্বালবে আলো কিংবা নিয়ন বাতি ?
যদিও জানি কি রূপ তুমি অঙ্গে ধর
বৃষ্টি হলেই খোঁপায় আঁক শিউলি ভেজা রাত।
হয়না জানা তোমার
খানিক দূরে অন্য মানুষ অন্য জানালায়
নিঃসঙ্গতার রঙতুলিতে আঁকছে ছবি
নীলাভ-আকাশ ক্যানভাসেতে
তোমার তুমি ও ছোট্ট জানালার।
৫ই মে ২০১৭
যুক্তরাজ্য।
২।
কোন সে পুরুষ
তোমার গায়ে এই নিশীথে
মেঘলা আকাশ, বৃষ্টি,
আমার শহর সাদা মেঘের
সূর্য আঁকে দৃষ্টি।
পাশ বালিশে বুকের ওমে
কোন সে পুরুষ ঘুমায়?
কোন সে পুরুষ রাত নিশীথে
রাত্রি জাগায় তোমায়?
নেইতো জানা কন্যা তোমার
কোন পুরুষের সুখে?
তোমার-তাহার স্বপ্ন আঁক
তোমার গহীন বুকে।
৫ই মে ২০১৭
যুক্তরাজ্য।
ছবি কৃতজ্ঞতাঃ Aniya Islam- ছবিটি আগেও শেয়ার করা হয়েছিল, কবিতার সাথে প্রাসঙ্গিক হওয়ায় ছবিটি আবারও শেয়ার করা হলো।
০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আপনার মুগ্ধতা আমাকেও ছুঁয়ে গেছে। ভাল থাকুন।
২| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুগ্ধতা!!!
০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো, কবিতায় মুগ্ধতা +
০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধ্রুবক ভাই আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, আপনি আমার এক বিশাল অনুপ্রেরণা। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে। বৃষ্টির কবিতায় মুগ্ধতা রইল ভাই।
শুভকামনা সবসময়।