নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যঃ

২৭ শে মে, ২০১৭ সকাল ৭:২৮




হাসিনার গেইম প্লান কটুকু কাজ করবে সেটা হেফাজত ও ওলামায়েলীগের সাথে অতি সাম্প্রতিক সময়ে আফোসরফায় পুরোটা না বোঝা গেলেও এই ব্যাপারটা পরিস্কার হাসিনাই খালেদার পরে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানের জন্য যে ক্ষেত্র প্রস্তুত করে দিলেন তা হলফ করে বলা যায়। সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে আজকের এই কবিতা।

১।

মোসাহেব এখন সাহেব

কদবানুর আজ রোদন থামিয়াছে,
তেতুলের আঁচারে
পুষ্টিতে ভরপুর তিনি তার নিতম্ব দোলান,
মোসাহেব আজ সাহেব বনেছেন,
দাড়ির গিটে গিটে তেল মেখে মেখে
কদবানুর নিতম্বে তিনি তার হস্ত বুলান।

২।

পুলসুরত

পড়িয়াছি কত কি!
কাকু নিউটন দিয়াছেন আপেল তত্ত্ব
বলিয়াছে মাটিতে উহাকে টানার ফজিলত,
খালামনি আম্বিয়া ভিডিও কনফারেন্সে
বলিলেন জনতায় তেলুলের গুনাগুণ
'খাও যদি সকাল বিকেল নুন চিনি আর তেতুল গিলিয়া
বিনা বাধায় পেরুবেই তুমি দূর্লঙ্ঘ পুলসুরত'।

৩।

প্রতীক্ষা

পিতা দেখেছেন স্বপ্ন,
কন্যা তাকে স্বপ্নদোষ ভেবে ডিটার্জেন মাখান;
বুড়ো পিতা অক্ষম আক্রোশে দেয়ালে মাথা ঠুকেন।
ধৌত সূতীবস্রে তবু যায়না বালৎকারের দাগ;
কাপড়ের মানচিত্রে সারিবদ্ধ অসংখ্য শকুন
একজন ধর্ষিতা কন্যার লাশের জন্য
তাদের সীমাহীন প্রতীক্ষা।

২৭শে মে ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.