নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কাব্য কথন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

আমার বন্ধু মনিরা মলি কইলো 'তুই একটা খবিস! আমি কইলাম কিল্লাইজ্ঞা এই কথা কইলি? ও কইলো তুই মানুষের অনুভূতি নিয়া ছিনিমিনি খেলোছ। গোপন কথা কইয়া দেস। আমি কইলাম জীবনের কথাই কাব্য, গল্প, কবিতা। জীবন মানেই কিছুনা কিছুরই উপাখ্যান।

প্রিয় বন্ধুরা এটা নিছকই কল্পনা বিলাস, ভাল থাকুন, কবিতার সঙ্গেই থাকুন।


ডিজিটাল প্রেম

টাকি মাছের মত লাফঝাঁপ মারো
শিংমাছের মত কাতরাও,
বিপদে পড়িলে বন্ধু তুমি
পঁচা পানিতেও সাঁতরাও।

ভুল করে নাকি মগডালে চড়
নীচেতে রাখিয়া খুঁতি,
গাছেরটা খাইবে নীচেরটাও কুড়াইবে
পরিয়া নিয়াছো ধুতি।

কি আর বল তফাৎ ধুতিতে
কিংবা পরিলে গামছা,
বাপধন তোমার আনিয়াছে পতি
ব্যবহারে আধুনিক চামচা।

ধুতি ও গামছা টানিলেই খোলে
বিনোদনে আসিয়াছে গতি,
আমিও টানি ডিজিটাল তারে
জানেনা তোমার পতি।

এমন পতি কপালে জোটা
নহেতো সহজ কর্ম,
তুমি আমি মজে আছি ভালবাসায়
ডিজিটাল প্রেমে এটাই নাকি ধর্ম।

১২ই সেপ্টম্বর ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভাল থাকুন, অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.