নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

ধর, মানুষ মানুষের মত নয়

ধর, মানুষের ক্ষুধা নেই
ধর, মানুষের কামের বোধও নেই;
মানুষ পাথরকুচি পাতার মত পত্র থেকে জন্মায়।
ধর, মানুষের বাঁচার জন্য শুধু একটু জল কিংবা মাটি
কিংবা শুধু সামান্য বায়ু অথবা অক্সিজেন প্রয়োজন;
অথবা ধর মানুষের বাঁচার জন্য ওসমস্ত কিছুরই প্রয়োজন নেই।

ধর, মানুষের স্মৃতি শক্তি পাখিদের পথ
খায়, দায় একদিন মরে যায়,
মরে যাওয়া নিয়ে ওদের কোন উদ্বেগ নেই;
স্মৃতি রক্ষার জন্য মনুমেন্ট তৈরী নিয়েও ভাবনা নেই।
কিংবা ধর, মানুষ মাছেদের মত
মরে গেলে পঁচে যায় অথবা পানি হয়ে যায়।

অথচ দেখ মানুষ এসব কিছুর মতই নয়,
মানুষ স্মৃতিভ্রষ্ট না হওয়া পর্যন্ত
মানুষ মানুষের সবচেয়ে বড় শত্রু কিংবা মিত্র।
মানুষ ঘর বানায়, ঘরের মধ্যে খাবারের সঞ্চয় করে;
মানুষ ঘরের মধ্যে কামের জন্য সঙ্গিনী রাখে,
মানুষ নিঃসঙ্গতা এড়ানোর জন্য কিংবা নিরাপত্তার জন্য
সন্তান সন্তুতির জন্ম দেয়।
অথচ মানুষ মাছ কিংবা পাখিদের মত হতে পারতো,
মানুষ বৃক্ষের মত হতে পারতো;
মানুষ মানুষের মত বলেই
মানুষের এত সংকট,
সভ্যতার একটু স্বস্তির জন্য হলেও
ধর, মানুষ আসলে মানুষের মত নয়।

১১ই ফেব্রুয়ারী ২০১৯
ধানুকা, শরীয়তপুর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
কয়েকদিন আগে শরীয়ত পুরের জাজিরা গিয়েছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.