নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

আমি আর ফিরবোনা

একদিন ভরা জ্যোৎস্নায়
জীবন বিলাবো ঝিঙেফুল বিনিময়ে,
একদিন আষাঢ়ে কাদা মাখা পথে
ফিরবোনা চিরচেনা ঘরে।

একদিন এই নদী তীরে
আধো ভিজা পলিমাটি ছুঁয়ে
আমি ঠিক চলে যাব আকাশের বাড়ী
মায়াহীন, বাধাহীন অনন্ত নীলে;
আমি আর ফিরবোনা
যত ডাকো, নামে বেনামে
আমার প্রিয় ফুল
কিংবা পাখিদের নাম ধরে।

দেখে নিও কালের সাক্ষী মানুষ
প্রিয়তম ঘাস, বহতা নদী
আমি আর ফিরবনা
আমি আর ফিরবোনা যতই ডাকো
প্রিয় সব নামে।

২২/০২/২০১৯
ধানুকা, শরীয়তপুর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

সাহিনুর বলেছেন: সত্যি যদি এমন করে চলে যেতে পারতাম নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম তাহলে । খুব লাগলো কবিতাটি পড়ে।
আর ভাইয়া যদি একটু সময় করে উটতে পারেন তাহলে আমার লেখা ''আমি রোজ স্বপ্ন দেখি '' কবিতাটি কেমন হয়েছে এবং যদি পারেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন ।
ভালো থাকবেন

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.