![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
শতেক বছর প'রে
দূরে কিংবা কাছে রও
দূরত্ব একই
মন যদি না ছোঁয় মন।
দেখ যদি তাঁরে
শতেক বছর প'রে
ধরে নিও হাত,
চোখের পত্রের কম্পনে বুঝে নিও
শতাব্দী ধরে কত প্রেম জমে আছে
ওষ্ঠের তৃষ্ণায়।
ভুলে যেও আঁধার
জ্যোৎস্নার রঙ
আষাঢ়ের বারিপাত,
হয় যদি দেখা শতেক বছরে
এঁকে যেও সব রঙে মনে রাখা মুখ
মৃত্যু অবধিকাল।
২ ফেব্রুয়ারী ২০১৯
এলিফ্যান্ট রোড, ঢাকা।
©somewhere in net ltd.