![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
স্মারক
যারা এখনো অপেক্ষায়
কোন এক সুদিনের
তাদের জন্য সোনালী দিনের কথা লিখে গেলুম,
যেমনটা স্বপ্নের দেশ ও জাতি গড়ার কথা বলেন
বেবুশ্যার রোজগার থেকেও মাসোহারা নেয়া
ভন্ড নেতার দল।
তুমি নমস্য, বজ্রকন্ঠ
হয়ত সত্যি, কিন্ত কথাটা কী খামোখাই বলি!
দ্বীজকানাই, গগন হরকরার মত পথের জীবন
কেইবা চায় একালে আর!
জানি জননী সর্বজ্ঞ রচিলে বন্দনা বাক্য
মরিলেও পাইতে পারি খানিক দু'টো কুড়ি
কিংবা স্তুতির প্রতিদান
পাথর বা স্বর্নে খোদাই স্মারক।
১৯শে এপ্রিল ২০১৯
যুক্তরাজ্য।
২| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৬
ল বলেছেন: ভালোলাগা +++
৩| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৩
অজ্ঞ বালক বলেছেন: কঠিন কঠিন। কয়জন বুঝবো এই কবিতার মানে। অসাম হয়েছে যে!!!
৪| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪১
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।