![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নদীর মত, সাগরের মত
দেয়ালের ওপাশে, কেমন তুমি আজকাল?
দেখা নেই অনেকদিন!
যেন সহস্রাব্দকাল।
একবার এসে দেখা দিও
কাশফুল শাড়ি, সবুজ কলমীপাতার পাড়ে;
যদি এসে না পাও দেখা
তপ্ত দুপুর শেষে মৃদু বিকেলেও
এক বুক জলে করে নিও স্নান।
এ জল আমিই;
নদীর মত, সাগরের মত
দিনমান বহমান।
১৬/০৯/২০১৯
যুক্তরাজ্য।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর ++
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩১
ফারহানা শারমিন বলেছেন: সুন্দর!
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +