![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তোমাকে দেখিনি কোনদিন
তোমাকে দেখলেই
কথারা কবিতা হয়,
অকারণে ফাগুন নেই তবু ফোটে ফুল।
অথচ তোমাকে দেখিনি কোনদিন
শুধু কাগজের পাতায় দু'টো চোখ,
পাখির নীড়ের মত
সরোবরে ফুটে থাকা ফুল।
তোমাকে দেখিনি কোনদিন,
তবু দেখেছি সারশের ডানায়
শিশিরে শিশিরে কুয়াশার ভোর,
তোমার চোখ।
তোমাকে দেখিনি কোনদিন
তোমাকে দেখিনি কোনদিন...
২৯শে সেপ্টেম্বর ২০১৯
যুক্তরাজ্য।
২| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ২:৩৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: না দেখে আকর্ষন ও বিশ্বাস নিস্পাপ আবেগের বহিঃপ্রকাশ করে। চমৎকার।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: পরপর দুইটা কবিতা পোষ্ট দিলেন!!!!!