![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
সেই মানুষটি
এই শহরে একটি মানুষ
অকারণেই আকাশ দেখে,
বৃষ্টি হলেই বৃষ্টি দেখে;
মাঝে মাঝে ছাতা ধরে কিংবা ভেজে
কি আর এমন!
তোমার মতো আমার মতো।
এই শহরের সেই মানুষটি
তোমার মতো আমার মতো,
পথের পাশে চা-মুড়ি খায়
বিড়ি ফুঁকে রোস্তোরায় যায়,
সেই মানুষটি তোমার মতো আমার মতো
নিয়ম করে ঘরে ফেরে বাহিরে যায়।
তোমার মতো আমার মতো সেই মানুষটি
আকাশ পানে এখন আর নীল খোঁজে না,
নদীর জলে পানকৌড়ির ডুবসাঁতারে
তার মনে এখন আর আবির রঙা রঙ লাগেনা।
তোমার মতো আমার মতো সেই মানুষটি
তোমার মতো আমার মতো
কেউ ছিল না।
এখন তিনি আকাশ জুড়ে তুলোর মতো
উড়তে থাকা সব পাখিদের উদাস পালক।
২৮ শে সেপ্টেম্বর ২০১৯
যুক্তরাজ্য।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার কবিতা।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।