নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

তুমি মানেই বাংলাদেশ

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

তোমাকে যে প্রার্থনা করে, দেবী ভাবে
সে অন্য কেউ;
মানুষের মত।

আমিতো মানুষের মত নই,
মানুষ হলে তোমার জন্য
স্নো কিনতাম, নেইলপালিশ আনতাম,
তুমি যদি আসো যত্ন করে বিছনাটা গুছিয়ে রাখতাম;
আমি এসবের কিছুই করিনা
আমি উদাসীনতার মোড়কে হৃদয়ের গভীরে সমুদ্র খনন করেছি,
বুকের পাঁজরে দিনান্তের সময়
পিরামিডের মত শতাব্দীর স্মৃতি হয়ে থাকে!
আমি তোমাকে যতটুকু ভাবি তারচেয়ে বেশী ভাবি অন্যকিছু,
সে তুমি নও, অথচ তোমার মত
আটপৌরে, নীল শাড়ি, লাল পাড়
ঠিক অবিকল বাংলাদেশ!
আমি হয়ত তোমাকেই ভাবি,
তুমি মানেই বাংলাদেশ,
আমার আকাশ, একটি নীলাভ দুঃখ ভরা রাত।

২৯শে নভেম্বর ২০১৯
যুক্তরাজ্য।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন পর আপনাকে দেখছি।

নিয়মিত পাবো আশাকরি।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫

সাইফ নাদির বলেছেন: চমৎকার লিখেছেন

৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নুর ভাই, কিছু লিখলেই আপনার মন্তব্য অবধারিত। অনেক কৃত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.