নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০১

খুব বেশী মায়া হবে

কোন একদিন
যখন জীবন মৃত্যু থেকে কয়েক মুহুর্ত দূরে থাকবে
তখন একটি তুচ্ছ ফুলের জন্য মায়া হবে!
সন্ধ্যেয় ঝোপঝাড়ের পাশে উড়ে যাওয়া
কয়েকটি জোনাকির জন্য মায়া হবে!
তখন হয়ত তাদের ছুঁয়ে দেখা হবেনা,
দূরে সবুজ ধানের শীষে দুলে ওঠা বাতাসে ভর করে
যখন কোন দোয়েল উড়ে যাবে
তখন তাকে দেখে হাত নাড়ানোও হবেনা,
অথচ তাদের দেখে অথবা তাদের কথা ভেবে
খুব বেশী মায়া হবে,
তাদের জন্য খুব বেশী মায়া হবে।

৫ই এপ্রিল ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

নাসরীন খান বলেছেন: ভাল লিখেছেন।

২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা।

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.