![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অন্তিম যাত্রার পথ
দরজা খুললেই বেশী দূরে নয়
বাতাসে তাহার ঘ্রাণ,
চোখ বুজলেই খুব কাছাকাছি
তাহাকেই ছুঁয়ে যায় প্রাণ।
এত কাছাকাছি
কোনকালে কভু দেখেনি তাহাকে কেউ,
যারা আজ সবে বেঁচে আছে জ্ঞাতে
অজ্ঞাতে তাদের নীভু আঁখিপাতে
তাহারি লেগেছে ঢেউ।
তবু দেখ রোজ মিছিলের সারি
সারিবাঁধা দালালেরা,
নিশ্চিত যেখানে তিনিই কেবল
তবু আছে ঢং, তেলতেলে জিভ
ইজ্জত মাসোহারা।
জন্ম যখন দিয়েছেন প্রভু
তবু কেন এত ভয়!
জীবন যেখানে সংশয়ে ভরা
বেঁচে থাকাই বিস্ময়।
০৯ই এপ্রিল ২০২০
যুক্তরাজ্য।
২| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর
৩| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: কবিতা মনকে আনন্দ দেয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।